আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াই আই এম নট ফ্রম ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া

অফিসের কম্পিউটারে প্রক্সি ইউজ করে ফেইসবুক চালাচ্ছি। University of south Asia এর বিজ্ঞাপন দেখে যুদ্ধ করছি শয়তানের সাথে; রোজা ঠিক রাখার জন্য। চিন্তা করছি কি ভুল্ডাইল না করলাম। এইখানে পড়লে কি সুন্দর ম্যানলি, রোমান্টিক হইতে পাড়তাম। এতদিনে গার্লফ্রেন্ড তোঁ পেতামি; সেই গার্লফ্রেণ্ড ও এতদিনে বউ হয়ে যেত আর তারে আমি ডায়মন্ডের রিং পড়াতাম।

আর আমার বউ কইত... Thank u usa!!! হাবিবুল্লাহ আঙ্কেল এর লাজুক ছেলেটি তোমার জন্যি এত চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় পিয়ন আইসা ডাক দিল, Mr. Ahsan!!! পিয়ন ডাকছে নাম ধরে!! কইলাম অই লুতফর তোমার হইছে কি? লুতফরঃ Mr. Ahsan Behave yourself! Don’t call me Lutfor, Say Mr. Lutfor!!! Now I am a student of USA! Ok Mr. Ashsan, Mr. Rajib Baran(MY boss!) is Calling U. যাহোক আর বেশি কথা না বলে বসের কাছে চলে এলাম। বসঃ আহসান আমি ঘেঁটে দেখলাম তুমি DU নামে কোথা থেকে যেন পড়েছ। আমরা বিডিতে USA ছাড়া আর কিছু চিনি না। সো আমরা সিদ্ধান্ত নিছি তোমাদের মত DU, BUET থেকে পড়া পোলাপাইনরে বাদ দিয়া প্রকৃত মেধাবী USA এর স্টুডেন্ট দের জব দিব! চাকরী হারাইয়া রাস্তা দিয়া হাটছি, বনানীর কাছাকাছি এসে দেখি যে বাসের মামারা USA এর দিকে যায়, জিজ্ঞেস করলাম মামারা কই যাও? গাড়ী চালাবা না? উনার বলে---- Hey u! Graduate from DU?? From now U have to drive the public bus!! দুঃখ ভারাক্রান্ত মনে কেম্নে কান্দুম হেইডা লইয়া চিন্তা করতেছি, কয় চাপড়ামু, কেম্নে চাপড়ামু!! ক্যান আমি USA তে পড়লাম না!!! ক্যান!! ক্যান!!!! অয়াই!!! ওয়াই!!!!! এসময় মা এসে ডাক দিল, তন্ময়, বাবা উঠ!! হায়!! হায়!! মা কি USA তে না পড়ার জন্য বাসা থেকে বাহির করে দিবে নাকি!!!! বাব ওঠ, সেহরি খাবি না?? ওহ! যব্বর একটা ঘুম দিলাম, ভালই দেখলাম, এসব USA টাইপ ফান ছাড়া দুনিয়া অচল, বাংলাদেশ আর একটু বেশি অচল! আগে এইসব ফান বাসস্ট্যান্ডের এর কবিরাজেরা তাদের প্রডাক্ট বিক্রির জন্য বলত।

দিন বদলাইছে বাসস্ট্যান্ডের এর কবিরাজেরা এখন University খুলছে! বাসস্ট্যান্ডের এর প্রডাক্ট বেচা বিজ্ঞাপন এখন University এর ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞাপন। কি আর করবেন, হাসেন, মজা লন, ফ্রিতে মজা পাইতাছেন...আর কি চাই? আপানেগো লইয়া আর পারি না!!! বোঝাই যায়--- u guys r not from USA!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.