আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াই ফাই রিকানেক্টর দরকার

ধুর

ভাই, আমি ইন্টারনেট ব্যবহার করি ওয়াইফাই দিয়া। আমার প্রোভাইডার এতই চালাক যে টানা ২-৩ ঘন্টা কানেক্টেড থাকলে অটো "লিমিটেড একসেস" বানায় দেয়, তার মানে ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হতে হয়। সাথে সাথে ও যদি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি তাহলে আবার চলতে থাকে। খুব একটা সমস্যা না, কিন্তু মূল সমস্যা হল যখন ঘুমাতে যাই। আমি ঘুমাতে যাবার আগে ডাউনলোড দিয়া ঘুমাই।

এর মধ্য একবার ডিসকানেক্ট হলে আর রক্ষা নাই। তাই একটা রিকানেক্টর দরকার। কারও যানা থাকলে বলবেন দয়া করে। আমি একটা পাইছি Reconnector নামের, কিন্তু প্রথমত এটা ডসমুডের, দ্বিতীয়ত এটা ডায়ালআপ কানেকশনের জন্য। কিন্তু আমার দরকার ওয়াইফাই এর জন্য।

দয়া করে টেকি গুরুরা হেল্পান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.