আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি বিলাস কিংবা আমাদের দুর্ভোগের গল্প

বর্ষাকালে বৃষ্টি আমদের দেশের নিয়মিত প্রাকৃতিক ঘটন। প্রতিটি মানুষ চায় বৃষ্টিকে উপভোগ করতে। বৃষ্টির রিমঝিম শব্দ দোলা দেয় প্রতিটি সচেতন মানুষের মন। পরিশুদ্ধ হয় আমাদের চারপাশের সবুজ প্রকৃতি। বৃষ্টিকে উপজীব্য করে আমাদের দেশের কবি সাহিত্যিকরা রচনা করেন তাদের কবিতা, গল্প , গান ।

কিন্তু বৃষ্টির এই আবেগীয় অনূভূতি শুধুই সাময়িক। বৃষ্টির পরের গল্পটা শুধুই দুর্ভোগ আর কষ্টের। আমাদের দেশের বৃষ্টি মানেই রাস্তাঘাটের করুন দশার চিত্র আর জনজীবনের তীব্র কষ্টের করুন প্রতিচ্ছবি। বৃষ্টি এলেই আমাদের দেশের সড়কগুলোর দূর্নীতির চিত্র পরিষ্কার ভাবে প্রতিয়মান হয়। যে রাস্তার গ্যারান্টি ৩ বছর সেটি তিন দিনেই পূর্বের অবস্থার থেকেও খারাপ হয়ে যায়।

রাস্তার কাজ দেখলে মনে হয় যারা রাস্তা বা সড়ক গুলো নির্মান করেন তারা বৃষ্টি কি জিনিস জানেনই না। জনগন যদি কৈফিয়ত দাবি করে তারা জনগনকে সুন্দর ভাবে ভূগোল বুঝিয়ে বলেন দরপত্র আহব্বান করা হয়েছে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। সে কাজ আর শুরু হয়না, হলেও কখন যে শেষ হয়ে যায় তা দেখাই যায় না। বর্তমান সরকার বিগত কয়েক বছর ধরে সড়ক ও জনপদ খাতে যে মেগা সিরিয়াল চালিয়ে যাচ্ছে তা সত্যিই কোন অস্কার জয়ী সিনেমাকেও হার মানায়। আশ্বাস প্রশ্বাসের বেলুন ফোলাতে ফোলাতে তারা আকাশ ছুয়েছেন।

মন্তীকে সরিয়েও কাজ হচ্ছে না। জনগনের ১০ মিনিটের পথ যেতে লাগে ১ ঘন্টা, যানজট যেখান নিত্যদিনের সঙ্গী সেখানে তারা ব্যস্ত পদ্মা সেতু নিয়ে, চোরকে দেশপ্রেমিক বানানো নিয়ে, অকল্পনীয় বিমানবন্দর নির্মান নিয়ে। যাই হোক বৃষ্টি তোমাকে ধন্যবাদ তুমি আছ বলেই দুর্ভোগের পাশাপাশি সত্যটা উপলব্ধি করতে পারছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.