পরিবর্তনের জন্য লেখালেখি
বৃষ্টি মানে হতেই পারে কাজল কালো কন্যা
বৃষ্টি মানে আসমানীদের ঘর ডুবেছে , বন্যা।
বৃষ্টি মানে অলস বিকেল , খিচুড়ি আর ইলিশ
বৃষ্টি মানে , আজকে শূন্য , কালকে না হয় গিলিস
বৃষ্টি মানে মূঠোর ফোনে মান অভিমান গল্প
বৃষ্টি মানে রিকশা গুলো আজ ঘোরেনি অল্প
বৃষ্টি মানে ময়লা কাপড় রইলো পড়ে ভাঁজে
বুয়াটা না আস্ত একটা * আজ আসেনি কাজে!
বৃষ্টি মানে পোলার বাপের শ্বাস উঠেছে জোরে
ম্যাডাম বোধ হয় রাখবে কেটে বেতন হিসেব করে ।
বৃষ্টি মানে, ওয়াও , আজকে গড়ম হেভি নট তো
হেই লিসেনাড়স , আই এম অলসো রবীন্দ্রনাথ ভক্ত
বৃষ্টি মানে ছাদের থেকে গড়িয়ে পড়া পানি
একটা দিনের ক্লাস না হলে , কি আর হবে! মানি।
বৃষ্টি মানে , এই চলো না , অফিস দিয়ে ফাঁকি!
বৃষ্টি মানে হাসপাতালে ৭০০ টাকা বাকি ।
বৃষ্টি মানে ' মেঘলা দিনে ছুটির নিমন্ত্রণে'
দেড় কোটির এই বস্তিতে দ্যাখ, কতই গল্প বোনে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।