সংগীত জগতের তিন দিকপাল জুয়েল মোর্শেদ (কম্পোজার,শিল্পী),শাফায়েতুল ইসলাম (কি-বোর্ডিস্ট) ও রাজীব হুসাইন (গীটার),এবারের ঈদকে সামনে রেখে তাঁরা আসছেন "ত্রিভূজ" এ্যালবাম নিয়ে।এ প্রসঙ্গে জানতে চাইলে জুয়েল বলেন,ত্রিভূজ হচ্ছে আমাদের ৩ জনের একটা স্বপ্নের প্রজেক্ট।সংগীতের ক্ষেত্রে আমাদের তিন জনেরই চিন্তা ভাবনা প্রায় এক। তাই এ্যালবামের কাজ শেষ করতে খুব একটা সময় লাগেনি । ঈদে তো অনেক এ্যালবামই আসছে,আসবে সেক্ষেত্রে "ত্রিভূজ" এর অবস্থান কি হতে পারে জানতে চাইলে তিঁনি আরো বলেন,"আমরা যথেষ্ট পরিশ্রম নিয়ে কাজটি করেছি,সব ধরনের গানই শ্রোতারা এ্যালবামটিতে পাবেন বলে আমার বিশ্বাস সেই সাথে বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তাও পাবে বলে আশা রাখি।" জানা গেছে,এ্যালবামে গান থাকছে মোট ৮ টি।রাজীব ৩ টি,জুয়েল ৩টি ও শাফায়েত ২টি গানে কন্ঠ দিয়েছেন।এছাড়াও ৩টি গানে সহশিল্পী হিসেবে কাজ করেছেন তরুন কন্ঠশিল্পী নাজু আখন্দ,শশী ও নিঝু। জি-সিরিজের ব্যানার থেকে এ্যালবামটি বাজারে আসবে এ্যালবামের প্রোমো শুনুন বাংলা গানের খোঁজখবর জানতে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।