আমাদের কথা খুঁজে নিন

   

এসএম মাহবুব মুর্শেদ, মাহবুব মোর্শেদ, ত্রিভূজ এবং প্রথম আলোর ব্লগ

জেনুইন গোপাল - নো ভেজাল

ইদানীং ব্লগার মাহবুব মোর্শেদ দিকবিদিক শূন্য হইয়া যা মন চায় লেখালেখি করতাছেন। বিখ্যাত ব্যাক্তিগো ভেতরের কথা জানানোর ফাকে নিজে যে কতো বড় পন্ডিত তা বুঝাইতেও ছাড়তাছেন না। এর মধ্যে কালকে প্রিয় বন্ধু ত্রিভূজ কিছু কথা লিখছেন। তার উত্তরে কিছু লিখতাছি। আমি যা লিখছি তা প্রথম আলোতে অনেক দিন ধইরা আলোচনা হইতাছে।

আমি বানাইয়া কিছু লিখি নাই। মাহবুব মোর্শেদ লিখছেন প্রথম আলোর অনেকে তারে চিনেন। কিন্তু অনেকে চিনলেও যারা তারে চাকরি দিছেন হেরা তারে চিনতে পারেন নাই। প্রথম আলোর বড় পদে থাকা একজন তো বিভিন্ন পার্টিতে অনেক আশাবাদ কইরা এখন মিইয়া গেছেন। এখন কইতাছেন মাহবুব মোর্শেদরে দিয়া প্রথম আলোর ব্লগের কোনো ভবিষ্যত নাই।

প্র্রথম আলোর ভেতরের লোকজনও তাদের ব্লগ নিয়া চিন্তায় পইড়া গেছে। কারণ মাহবুব মোর্শেদ অনেকদিন ধইরা চাকরি নিলেও এখনও কিছু করতে পারেন নাই। খালি দৌড়াদৌড়ি কইরা এই টেবিল থাইকা আরেক টেবিল করেন। বিভিন্ন জনরে বইলা বেড়ান ইংলিশ পত্রিকা গার্ডিয়ান-এর মতো ব্লগ বানাইবেন। সামহোয়্যার... তো কিছুই না! ( তারে এইসব বক্তব্যের কারণে সামহোয়্যারে ব্যান করা উচিত)।

একটা লেখা কোনো রকমে ছাপাইয়া তিনি যে প্রথম আলোতে ঢুকছেন হেইডা বুঝাইছিলেন। কিন্তু তার কান্ড কীর্তির জন্য তারে প্রথম আলোর সাহিত্য সাময়িকীতেও লেখতে দেয়া হয় না। ব্লগে পরিবেশ নষ্ট করা ছাড়া আসলে উনি কিছুই বুঝেন না। প্রথম আলো কর্তৃপক্ষ যে মাহবুব মুর্শেদ (পুরা নাম এসএম মাহবুব মুর্শেদ সুমন , এখন থাকেন আমেরিকায়) মনে কইরা এই মাহবুব মোর্শেদরে চাকরি দিছে তার দুই একটা লিঙ্ক দিয়া দিলাম। জ্ঞানী পাঠকরা দেখলেই বুঝবেন ।

Click This Link http://www.public.asu.edu/~smurshed/ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.