shamseerbd@yahoo.com
তারা তিনজনই বিখ্যাত নিজ নামে। ইচ্ছা ছিল পরিচিত হবার। নেটেই যোগাযোগ। এভাবেই ঠিক হল আজকের আড্ডার সময়সূচী। সন্ধ্যায় সবাই হাজির শাহবাগের আজিজ সুপারের সামনের টং দোকানে।
ব্লগে যতই মারমার কাটকাট হউকনা বাস্তবে পুরা বিপরীত। তারা এত চমৎকার আড্ডাই মেতে উঠলেন আমি মুগ্ধ। সাথে নাফিসের স্বভাব সুলভ ফান। কৌশিকদার গাউসিয়ার গল্প থেকে ত্রিভূজ এর প্রযুক্তির সর্বশেষ খবর আর নাফিসের বদলে যাবার কাব্য। কি ছিলনা।
থাক আর বেশী লিখতে ইচ্ছা করছেনা। ঘুমাতে যাব।
বি দঃ : ইহা একটি নাফিসীয় টিউটোরিয়ালের ব্যবহারিক প্রয়োগ। দেখি তার আবিষ্কার কতটুকু বাস্তব ফলাফল দিতে পারে।
ইহা পুরাপুরি ফান করার অপচেষ্টা।
কেউ মাইন্ড করলে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।