আমাদের কথা খুঁজে নিন

   

জামাই থাকবে বিদেশে,দেখতে হবে হ্যান্ডসাম,থাকবে অনেক টাকা পয়সা,থাকবে গাড়ি বিএমডব্লিউ

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! অনেক মেয়ে চায় তার জামাই থাকবে বিদেশে,দেখতে হবে হ্যান্ডসাম,থাকবে অনেক টাকা পয়সা,থাকবে গাড়ি বিএমডব্লিউ । আমার চেনাজানা কয়েকজন মেয়েও আছে এমন । তার ইচ্ছে পূরণ ও হয়েছিল । আসুন এই নিয়ে একটা কাহিনী পড়ি । আমার জীবনের প্রথম বন্ধু ছিল পুষ্প ।

প্রাইমারি এক সাথে পড়ার পর আমরা আলাদা হয়ে যাই । সে এক স্কুল , আমি আরেক স্কুল । তাও আমাদের যোগাযোগ ছিল । ওদের একটা ফ্যাশন হাউজ ছিল । ওখানে আমরা প্রায় ই আড্ডা দিতাম ।

সে একটা কথা আমাদের প্রায় ই বলতো । সে এমন একজনকে বিয়ে করবে যে থাকবে বিদেশে , দেখতে হবে হ্যান্ডসাম , অনেক টাকা পয়সা থাকবে , গাড়ি থাকবে বিএমডব্লিউ । আমি প্রায় ই মজা করতাম এটা নিয়ে । এতো কিছু এক সাথে পাওয়া যাবে না । এই চারটা জিনিস পূরণ করার জন্য চারটা আলাদা ছেলেকে বিয়ে করতে হবে ।

কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলতো , ‘’আমার ইচ্ছে পূরণ হবেই’’ । একদিন আমাদের আড্ডায় ছেদ পড়লো । অনেকদিন যোগাযোগ নাই । এরপর একদিন ওর ফোন পাই । ওঃ বলে ওর বিয়ে হয়ে গেছে ।

দুইদিন পর চলে যাবে । আমি যেন দেখা করি ওর সাথে । গেলাম ওর বাসায় । তারপর সে কাহিনী বলা শুরু করলো । ‘’ মেজো আপুকে দেখতে ছেলে এসেছিল ।

বিশাল বড় লোক । দেখতেওঃ দারুণ ছেলেটা । যখন আমরা বোনরা উনাদের সামনে আসি , তখন ওই ছেলে খালি আমার দিকে তাকাচ্ছিল । পড়ে ওই ছেলে বলে আপুকে না, আমাকে নাকি বিয়ে করবে আর সেটা আজ ই । আম্মু এই ছেলে হাতছাড়া করতে চায় নি ।

ওই দিন ই আমার আর ওর বিয়ে দিয়ে দেয় । ‘’ আমি তখন বললাম , ‘’ হুম । ভালোই তো । তা তোর ইচ্ছে গুলো পূরণ হয়েছে ? ‘’ তখন তার মুখে একটা হাসি ফুটে উঠলো আর গদ্গদ হলে বলল , ‘’ হ্যাঁ । ছেলে তো দারুণ হ্যান্ডসাম ।

অনেকটাকা আছে । আর বিদেশেও থাকে , ইটালি । অনেক বড় ব্যাবসা । ‘’ মাথা নেড়ে বললাম , ‘ আর বিএমডব্লিউ গাড়ি ? ‘’ তখন সে বিজ্ঞের মতো ফরমাইল , ‘’ উপর ওয়ালার কাছে বেশি বেশি চাইতে হয় । তাহলে বিনিময়ে সে অল্প কিছু হলেও দেয় ’ , আমি চারটা জিনিস চেয়েছিলাম , বিনিময়ে তিনটা পেয়েছি ’ # আমি হয়তো ঠিক এখানেই ধরা খেয়েছি ।

উপরওয়ালার কাছে শুধুমাত্র একটা জিনিস চেয়েছিলাম । খুব অল্প বলেই আমারটা উনার চোখ এড়িয়ে গেছে । আমারও বেশি বেশি চাওয়া উচিত ছিল । # এটা মূলত আমার স্ট্যাটাস ছিল । ''আতশি কাঁচ'' নামের একটা সিরিজ লিখছি ।

এটার ই একটা অংশ ইটালিক করা জায়গাদুটু মূলত সেই স্ট্যাটাস এর উপজীব্য বিষয় ছিল । ব্লগের ক্ষেত্রে পোস্টের শিরোনামটা পালটে দিলাম সানডে নাইট ফ্যানসদের জন্য সুখবর । আগামী সপ্তাহে আমরা আবারো ফিরে আসছি । রবিবার দিন গত রাত ১২টা ৩০ মিনিটে প্রকাশিত হবে ব্লগারস আড্ডা । এইবার আমাদের সাথে থাকছেন ''চেয়ারম্যান ০০৭''' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।