আমাদের কথা খুঁজে নিন

   

রোমিও যখন জামাই/ জামাই যখন রোমিও !!!

বলে যায় কত কথা,আমার নীরবতা । ।

আমার এক বন্ধু(যদিও বয়স,অভিজ্ঞতা,শিক্ষা,উচ্চতা,ওজন সবকিছুতেই আমার চেয়ে বড় তবুও বন্ধু বলেই তাকে সম্বোধন করি), তার জীবনের আজন্ম লালায়িত স্বপ্ন সে বিয়ে করবে । এস,এস,সি তে ভাল রেজাল্ট করার পর বাবা যখন জিজ্ঞেস করল 'কী চাস বাবা?'। সে তখন বলেই ফেলল-"বউ"।

বাবা তেমন কিছুই বললেন না তবে জেনে গেলেন ছেলের হয়তো হর-মন-আল প্রব্লেম হইছে অথবা হর-ব্রেন-আল কোনো সমস্যা। জীবনে যে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য কম ভোগান্তি পোহাইছে তা না, তবে ফলপ্রসূ খুব একটা হয় নাই। তার উপর তার ইচ্ছা লাভ ম্যারেজ করবে এমন কারো সাথে যে ভালোবাসয় অভিজ্ঞ, প্রেমে পড়ার ইতিহাসও কম না। ১. জীবনে প্রথম প্রেম আসে যখন সে নার্সারী কিংবা ওয়ানে পড়ে তখন। স্কুলের আয়ার প্রেমে পড়ল ,সবাই যাকে খালা বলে ডাকত, কিন্তু তাকে সে কখনই খালা বলে ডাকেনি।

হাজার হোক প্রথম প্রেম বলে কথা। ২. এরপর আবার প্রেম এলো কলেজ লাইফে। কলেজের প্রথম ক্লাসেই তাকে ভালো লেগে গেল কিন্তু অনেক চেষ্টা করেও কিছু বলতে পারল না। যেদিন এইচ,এস,সি এর রেজাল্ট বের হল আর সে বেশ ভাল রেজাল্ট করল সেদিন সাহস সঞ্চয় করে একটা লাল গোলাপ নিয়ে গেল তার কাছে- "দিস ইজ ফর ইউ ম্যা'ম" । কিন্তু মনটা ভীষণ খারাপ হল যখন উত্তর পেল -" থ্যাঙ্ক ইউ মাই সান !" সেদিন ঠিক করল লাভ ম্যারেজ আর না।

এবার বাপ-মা'র ইচ্ছাতেই বিয়ে করবে। অবশেষে সেই দিনও এলো। মেয়ে দেখার পালা শুরু। তবে এইখানেই শেষ না। মেয়ে পছন্দ হইছে তবে মেয়ের মাকে (খেক,খেক) "লাভ এট ফার্স্ট সাইট " যাকে বলে আরকি ।

। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.