মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। Click This Link
পদ্মা সেতু কেলেঙ্কারির নায়ক সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিদ্যুৎখাতের দুর্নীতির ‘বাদশা’ আখ্যায়িত করলেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘শুধু পদ্মা সেতু নয়, বিদ্যুৎখাতেও উনি (আবুল হোসেন) সবচেয়ে বড় শক্তিধর (বিগেস্ট প্লেয়ার)। এসময় তিনি হেফাজতকর্মীদের জঙ্গি বলারও কঠোর সমালোচনা করেন।
সোমবার রাত ৯টায় জাতীয় সংসদে এসব কথা বলেন বিরোধী জোট নেতা বিজেপি (মঞ্জুর) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
পার্থ বলেন, ‘শুধু পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম শুনেছেন? তিনি বিদ্যুতেও বিগেস্ট প্লেয়ার। ২০০৯ সালে সিলেটে ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের একমাত্র দরপত্রদাতা (বিডার) ছিলেন তিনি (আবুল)। ২০১০ সালে সিরাজগঞ্জের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেরও একমাত্র দরপত্রদাতা ছিলেন ওই আবুল হোসেন-ই। ’
তিনি আরো বলেন, ‘২০১২ সালে ঘোড়াশালের ৩০০ মেগাওয়াটেরও একমাত্র দরপত্রদাতা ছিলেন এই আবুল হোসেন-ই। আর কেউ দরপত্র দিতে পারবে না।
তিনি নিজে উপস্থিত থেকে অন্য সবার দরপত্র বাতিল করেছেন। ’
পার্থ বলেন, ‘শুনলে অবাক হবেন। এসব খাতে বিশ্বব্যাংক টাকা দিতে রাজি না হওয়ায় সরকার ১৯৪ মিলিয়ন ডলার সেখানে দিয়েছে। শুধুমাত্র আবুল হোসেনকে বড় করার জন্য। এই আবুল হোসেন নাকি বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যক্তি।
পদ্মা সেতু যদি কোনো দিন হয়, আমি (পার্থ) মনে করি এই সেতুকে ‘আবুল হোসেন সেতু’ নাম দিবে আওয়ামী লীগ সরকার। ’
এরপর ব্যাংকিংখাতের দুর্নীতি নিয়ে পার্থ বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী দেশের ব্যাংকিংখাতকে ধ্বংস করে দিয়েছেন। হলমার্ক নিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন- এটি কোনো ব্যাপার না। তিনি ঠিকই বলেছেন। এটি আসলেই কোনো ব্যাপার না।
কারণ এ রকম আরো অনেক আছে। ’
এসময় ইংরেজি দৈনিক নিউ এজ’র বরাত দিয়ে তিনি বলেন, ‘বেসিক ব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বেসিকের চেয়ারম্যান শেখ বাচ্চু সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তা-ই নয় তিনি নিজের ভাইয়ের নামেও ৭২০ কোটি টাকা তুলে নিয়েছেন। ’
দুর্নীতি দমন কমিশন-দুদকের সমালোচনা করে পার্থ বলেন, ‘এসব দুর্নীতি নিয়ে দুদক তদšত্ম করেছে।
কিন্তু কী ফলাফল হয়েছে? কিছুই হয়নি। ’
ভিওআইপি নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাত্র ২ টাকা ৭০ পয়সা রেটে ভিওআইপির ২৯ টি লাইসেন্স দেয়া হয়েছে। এই লাইসেন্স নিলে বিটিআরসিকে প্রতি বছর ৮ কোটি টাকা দিতে হয়। কিন্তু দুটি কোম্পানির জন্য অন্য আর কেউ কিছু করতে পারছে না।
সেই কোম্পানি দুটির একটি হচ্ছে- স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ‘রাতুল’ আরেকটি হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর। এরা বিটিআরসিকেও টাকা দেয় না। ’
আন্দালিব রহমান পার্থ বলেন, সেনাবাহিনীর প্রতি আমার কোনো দুর্বলতা নেই। সেনাবাহিনীর সময় আমার বাবার চিকিৎসা করাতে পারিনি। ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগ সংসদ সদস্য শেখ সেলিম, ওবায়দুল কাদের ও আব্দুল জলিলের ওপর যে অত্যাচার হয়েছে তার জন্যেতো একটা হাবিলদারের চাকরী যেতে দেখলাম না।
সংসদ উপনেতা পর্যšত্ম বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি বিষপানে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল? কারোরতো চাকরি যেতে দেখলাম না। মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার আওয়ামীলীগের কত কাছের সরকার তা বোঝা যায় নোয়াখালী-৩ আসনের ফলাফল দেখলে। যেখানে সারা বাংলাদেশে নৌকার জয়জয়কার তখন ওই আসনে নৌকা মার্কা ভোট পেয়েছিল মাত্র ৪ হাজার ৯৮ ভোট। কারণ মঈনউদ্দিনের ভাইকে এমপি বানানোর জন্যে আসল লোককে নমিনেশন দেয়া হয়নি। এই যদি মাইন্ডসেট হয়ে থাকে তাহলেতো করার কিছু থাকে না।
পার্থ বলেন, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তন হোক। উন্নয়নের ওপর ভিত্তি করে যখন ক্ষমতার পালা বদল হবে, তখন ঠিক করা হচ্ছে কে ইসলামিক, কে ননইসলামিক, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে, কে শাহবাগী, এ্যান্টি শাহবাগী, ইন্ডিয়ান, প্রোইন্ডিয়ান, সেক্যুলার, ননসেক্যুলার ইত্যাদি। আমাদের ঠিক করা উচিত উন্নয়ন কি হয়েছে আরো কতটা করতে হবে। নাহলে আমরা ৪২ বছর পেছনে চলে যাব। গণতন্ত্রে অবশ্যই ভোটাধিকার একটি বড় ব্যাপার।
মাঝে মাঝে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি থাকলে সেটা অন্য সবকিছুকে ‘সুপারসিট’ করে।
পার্থ বলেন, আমাদের ‘প্রায়োরিটি’ ঠিক করা উচিত। সাভারে রানা ভবন ধসের পর টেলিভিশনে দেখি হ্যাক্সোব্লেড, ড্রিল মেশিন ও অক্সিজেন নিয়ে আসুন। তাহলে রাশিয়া থেকে ১০ হাজার কোটি টাকার অস্ত্র কিনে আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব। সরকারের তরফ থেকে বলা হয় এ অস্ত্র নাকি স¯ত্মায় পাওয়া গেছে।
স¯ত্মায় বিক্রি হলে কী আমরা তাজমহল কিনব নাকি। আসলে ১০ হাজার কোটি টাকার অস্ত্র কিনে পিলখানায় সেনাবাহিনী ক্ষতি হয়েছে, শেয়ারবাজার যে ভাবে ভাতে মরেছে তাতে কোনো লাভ হবে না এ অস্ত্র কিনে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।