আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমাকে পিছে ফালাইলো আমাগো আসিফ মহিউদ্দীন!!

মুঠোফোন ব্লগার আচ্ছা, আসিফ মহিউদ্দীনকে নিয়ে যত সমালোচনা হয়েছে তা কত গিগা/টেরা বাইট? ওরে নিয়া যারা সমালোচনা সাহিত্য রচনা করেছে, তা করতে মোট কত ঘন্টা/দিন/মাস/বছর/যুগ লেগেছে? তসলিমাকে নিয়ে কি এত সমালোচনা সাহিত্য রচনা হয়েছে? আমি অংকে কাঁচা, কেউ কি মোট সময়টা বের করতে পারবেন? এই মোট সময় যদি আমরা ঢাকার ড্রেন পরিস্কার করতাম তাইলে কি পরিমান মশার বংশবিস্তার রোধ করতে পারতাম? হ্যারে লইয়া গবেষনা কইরা আমরা মহামান্যরা আমি..আমি..আমি, যৌবনযাত্রা, নারীলোভী ছাড়া আর কি আবিস্কার করতে পেরেছি??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।