তসলিমা নাসরিনকে নিয়ে টেলিভিশনে দীর্ঘ বয়ান দিলেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ড. জাকির নায়েক। গত শুক্রবার একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বয়ানে তসলিমার চিন্তা-চেতনা, ধর্মীয় মূল্যবোধ, নারী স্বাধীনতা ও ধর্ম নিয়ে তসলিমার বিভিন্ন মন্তব্য ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে আনেন তিনি। তসলিমার বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তার যুক্তিখন্ডন করেন। তিনি তসলিমাকে প্রয়োজনে বিতর্কে আসারও আমন্ত্রন জানান। এক পর্যায়ে জাকির নায়েক বলেন, সিলেটে একবার মাওলানা হাবিবুর রহমান তসলিমা নাসরিনের মাথার দামও নির্ধারণ করে দিয়েছিলেন। তবে খোঁজ নিয়ে জানা যায় অনুষ্ঠানটি তসলিমা দেখেনইনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।