আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমাকে ফিরিয়ে আনা কি খুব কঠিন

মননশীল,

কাল 'প্রথম আলো'তে প্রথম তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার দাবি সম্বলিত পোষ্ট দেখলাম। পড়ে সামুতে এসে দেখি একই কাহিনী । আজ সারাদিন সামুতে কতিপয় ব্লগার 'তসলিমাকে দেশে ফিরিয়ে আনুন 'শিরোনামে অনবরত পোষ্ট দিয়ে চলছেন। তসলিমাকে ফিরিয়ে আনা নিয়ে এত হুড়োহুড়ির কি আছে- বুঝলাম না। তসলিমার দেশে আসা বা না আসা নিয়ে পাবলিকের কি আসে যায়। সরকার বাহাদুর চাইলে তসলিমাকে নির্বিঘ্নে ফিরিয়ে আনাটা কোন ব্যপারইনা। রাজনীতি, সময় , প্রেক্ষাপট সবই এখন তসলিমা প্রত্যাবর্তন সহায়ক। সাথারন মানুষের চাওয়া না চাওয়ায় কি যায় আসে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।