আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন

রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টায় সবর্ণ এক্সপ্রেসের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওযার কথা ছিল। ভোর ৪টা ৫০ মিনিটে ‘দুর্বত্তরা’ ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয়। 
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, তাদের দুটি ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নি নির্বাপক কর্মীদের ধারণা, বগিগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। পেট্রোল রাখা হয়েছিল এমন একটি প্লাস্টিকের বোতলও ঘটনাস্থলে পাওয়া গেছে বলে জসিম উদ্দিন জানান।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক বলেন, “নাশকাতা সৃষ্টির জন্যই ট্রেনে এভাবে আগুন দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশ স্টেশন থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে।”
তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল হচ্ছে না। পুড়ে যাওয়া বগিগুলো বাদ দিয়ে নতুন বগি সংযুক্ত করে দেরিতে হলেও ট্রেন ছাড়বে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.