চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ড উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নাশকতায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর ৩৪ জনসহ ৪২ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত এ অভিযানে গান পাউডার, সীসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সাতকানিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর ২৬ জনকে আটক করা হয়েছে। উপজেলার চূড়ামনি এলাকা থেকে ৪০০ গ্রাম গান পাউডার, গাছ কাটার করাত, দুই কেজি সীসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সীতাকুণ্ডের এয়াকুবনগর থেকে জামায়াত-শিবিরের আট জনকে আটক করা হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।