বৃহস্পতিবার সকালে জেকুয়া ট্রেডিং নামে আইপিএস’র বক্স তৈরির ওই প্রতিষ্ঠান থেকে মো. এরশাদের (২২) লাশ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার এসআই শেখ মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিহত এরশাদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
রাতের কোন এক সময়ে এরশাদকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।
এসআই শেখ আলী বলেন, “লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ওই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এরশাদকে খুন করা হতে পারে।”
ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধারে যায়।
ওই প্রতিষ্ঠানে ছয়জন কর্মচারী ও একজন ব্যবস্থাপক ছিলেন। প্রতিষ্ঠানের পাশে একটি কক্ষে এরশাদের সঙ্গে আশিক নামে এক দোকান কর্মচারী থাকতেন।
ঘটনার পর থেকে আশিক পলাতক বলে এসআই শেখ আলী জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।