নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, শিবির কর্মীরা মিছিল ও নাশকতার জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
“আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না- তা যাচাই করে দেখা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনি বচ্যবস্থা নেয়া হবে। ”
এর আগে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত নগরীর চন্দনপুরা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মুক্তি না দিলে বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির।
একইসঙ্গে বুধবার বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন থানায় মিছিল সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।