ইচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যাহ । ইষ্টি কুটুম এলোরে দুধ ভাত পাতে তুলে দেরে । আমি তুমি আমরা তোমায় হারাতে দেব না । গুটূশ পুতুশ বাবাটা বাজাবে খালার বারোটা উতঁলু পুতলু বাবুটা নেচে বেড়াবে ঘরটা । আসছিস কবে বলে যা ? কালকে না পরশুও না ? আগামী বছর আসছিস তো ? শীতের শেষে গরমে নয়তো ? এসেই যদি পড়িস , তবে তোর মাকে কম জ্বালাতন করিস । পুরোটা বছর তোর জন্য অপেক্ষায় রইব হোঁচট খাসনে যেন , প্রয়োজনে তোর জন্য সারাটি বছর জেগে রইব । উৎসর্গঃ সেই বোনটাকে যে কিনা আজ মাতৃত্বের স্বাদ পেয়েছে ,সেই বোনটাকে যে কিনা আজও মাতৃত্বের স্বাদ পেতে চায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।