বর্তমান বিশ্বে পারমানবিক অস্ত্র নিয়ে যে কাদা ছোঁড়াছুড়ি চলছে তা নিয়েই আমার এই প্রথম ব্লগ। আজ যেন বিশ্বের নেতাদের কাছে পারমানবিক বোমা এক অসীম ক্ষমতার বস্তু হিসেবে প্রকাশিত। কিন্তু এই জিনিস্টা যে কতটা ভয়ানক তার প্রকাশ পায় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন লিটল বয় ও ফ্যাট ম্যান এর ধ্বংসলীলা দেখে। বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল মার্কিনদের এই বর্বরোচিত হামলা দেখে। বোমা হামলার অনেক বছর পরও হিরশিমা ও নাগাসাকিতে বিকলাঙ্গ শিশু জন্ম গ্রহন করত।
এ হামলায় ও হামলা পরবর্তী কালে প্রায় ১লক্ষ ৩০ হাজার লোক মারা যায়।
'' আমি যখনই আমার চোখ বন্ধ করি , আমি এখনো তা দেখি যা কারো অভিজ্ঞতা না করাই ভাল; উজ্জ্বল লাল আলো; সাথে সাথেই ঘন কাল মেঘ ; লোকজন এদিক সেদিক ছোটাছুটি করছে নিজের প্রান রক্ষার তাগিদে-আমার এখনও সব মনে আছে। ''' এটাই ছিল ৬ই আগস্ট পারমানবিক বোমায় ধূলিসাৎ হওয়া হিরোশিমায় বেচে যাওয়া ঈসে মিয়াকো নামক একজন ব্যাক্তির ভাষ্য। তার মা এর ২ বছর পর পারমানবিক বোমার এটমিক রিএকশনে মৃত্যুবরন করেন।
এখন বিশ্বে পারমানবিক শান্তি চুক্তি ও অস্ত্র নিশক্রিয়করন এর নামে একটি প্রহসন প্রহসন খেলা চলছে।
জাতিসংঘও যেখান পাপেট এর ভুমিকা পালন করছে। জাতিসংঘ নাকি নিরপেক্ষ একটি সংস্থা্। কিন্তু এর মুল লক্ষ ইসরায়েল, আমেরিকা ও তাদের সমর্থিতদের পারমানবিক অস্ত্র নিষ্ক্রিয় না করে অন্য সবারটা নিষ্ক্রিয় করা। তারা বল্হলেই তো পারে আমরা ইসরায়েল ও আমেরিকার চাটুকার। হা ম গে
আমার সবচেয়ে বেশী হাসি পায় যখন আমেরিকা অন্য রাষ্ট্রগুলোকে পারমানবিক বোমা নিস্ক্রিয়করনের কথা বলে।
হা হা ম গে। কী আর বলব। আমেরিকানরা যেখানে নিজেরাই পকেটে করে পারমানবিক বোমা নিয়ে চলাফেরা করে । এই নিয়ে পৃথিবীতে যে ঠান্ডা যুদ্ধ চলছে তা অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধে রুপ নিবে। আমেরিকার নাটাই যে ইসরায়েল এর হাতে তাই বা বলার অপেক্ষা
রাখে কেন??? অর্থাৎ মোটামুটি পুরো ইউরোপ ও আমেরিকা , মদ্ধপ্রাচ্চের কিছু দেশের নাটাইও তাদের হাতে।
আর তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে আমাদের মানব সম্প্রদায় অচিরেই ধ্বংস হবে । আমার বিশ্ব নেতাদের কাছে দুটো প্রশ্ন '' কেন এই পারমানবিক অস্ত্রের ব্যাবহার ?? ''
''পারমানবিক বোমাই কি আমাদের শেষ পরিণতি?'' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।