আমাদের কথা খুঁজে নিন

   

পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চাই না

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা

সুন্দরবন ধ্বংসের চেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের টিকে থাকা। উত্তরাঞ্চলের মানুষকে এমনিতেই মফিজ বলা হয়। এবার মফিজদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। জাপানের মতো দেশ পারমানবিক বিদ্যুৎকেন্দ্র করে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারাসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলো পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পিছিয়ে আসছে।

এমন অবস্থায় বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা মানে মৃত্যুর মধ্যে মধ্যে দেশকে ঢুকিয়ে দেয়া। যদি সুন্দরবন রক্ষার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধীতা করা হয় তাহলে দেশের মানুষকে রক্ষার জন্য পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার বিষয়ে সরকারকে সচেতন করা আজ সবচেয়ে বড় প্রয়োজন। সামান্য একটি ভবন ধ্বসের হাত থেকে মানুষকে আমরা উদ্ধার করতে পারি না। ১৭দিন পরে অলৌকিক রেশমারা বেরিয়ে আসে। তাহলে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বিস্ফোরিত হলে উত্তরবঙ্গের মফিজদের উদ্ধার করতে কত বছর লাগবে।

তাদের কঙ্কালও উদ্ধার করা যাবে না তেজস্ক্রিয়তার কারণে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.