মানুষের সৃষ্টি মূলতঃ আমানত রক্ষার জন্য
আমানত রক্ষা করলেই কিন্তু মানুষ অনন্য।
মানুষ নৈতিকতা উচ্চকিত করারই জন্য
নৈতিকতা-মানবতা শোভিত হলেই মানুষ ধন্য।
গোটা বিশ্বই হবে যেনো একটি অনন্য বিশ্ব
রাষ্ট্র থাকতেই পারে গোটা বিশ্বময় অসংখ্য।
মানুষে-মানুষে অবশ্যই থাকবেনা পার্থক্য
পার্থক্য থাকলেই মানুষের জন্ম হলো নিরর্থ।
মনোরম পরিবেশে মানুষ করবে অবস্থান
পারমানবিক শক্তি গড়া মূলত: নিষ্প্রয়োজন।
তবেই হিংসা-বিদ্বেষের স্থলে হবে সহমর্মিতা
ষড়যন্ত্র-কুচক্র নিপাত যাবে, গড়বে সখ্যতা।
ফলশ্রুতিতে দারিদ্র্য প্রতিস্থাপিত হবে সমৃদ্ধিতে
জ্ঞান বিকশিত হয়ে বিশ্ব ভরে ওঠবে প্রশান্তিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।