প্রগতিশীলতা আর নগ্নতা এক নয় ইসলাম তুমি এসেছিলে জন্মলগ্ন থেকে মোর দেহ আত্মা বিকাশমান তোমায় দেখে দেখে আমার জীবন প্রাক পর্বে মায়ের মুখে মুখে ইসলামের অমিয় বানী নিয়ে ছিলাম বড় সুখে শৈশব মোর কেটেছিল ইসলামেরই কোলে সুখ দুখ সব মুছে দিতাম রবের কথা বলে কৈশোরে পদার্পণ- ছিল বয়সন্ধির ক্লান্তি ইসলাম আমায় এনে দিল ইহ পরকাল শান্তি যৌবন সেত মহাসাগরের লাভা টগবগ রক্ত যৌবনময় থাকব শুধু মহান প্রভুর ভক্ত অতঃপর আসবে বার্ধক্য গাইবে আধার গীত জীবনাবসান যানে এসে হবে ইসলামেরই জিত। -----------------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।