আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি ছেলেরা খারাপ? নাকি মেয়েরাও খারাপ? একটু? না বেশী?

মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাই উল্টা-পাল্টা ভাবনা মাথায় আসছে। তাই এসব কলা বলছি। কেউ কিছু মনে করবেন না প্লিজ। একটা ছেলে আর মেয়ের মধ্যে সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক। শুধুমাত্র একটা ছেলের সাথেই যে একটা মেয়ের সম্পর্ক হয় তা কিন্তু নয়, ছেলেদের বেলাতেও তাই।

এখনকার ছেলেমেয়েদের বেলাতে এমন হয় কেন? একটা ছেলে একাধিক মেয়ের সাথে সম্পর্ক গড়ে, মেয়েটিও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। সম্পর্ক সব সময় সবার সাথে এক রকম যায় না। একজনের সাথে ভালো, অন্যজনের সাথে মন্দ। আবার কখনও কখনও একসাথে সবার সাথেই উষ্ণ সম্পর্ক চলতে থাকে সমান্তরাল ভাবে। ঘন ঘন দেখা করা সম্ভব হয় না সবার সাথে দূরত্বের কারণে।

মোবাইলেই কথা চলে শিডিউল করে (এ ব্যাপারে মেয়েটা খুব পাকা, ভালো মিথ্যা কথা বলতে পারে)। একজনের সাথে স্কুল জীবন অর্থাৎ ক্লাস ৮ থেকে আর একজনের সাথে HSC পরীক্ষা দেয়ার পর (ফ্রি টাইম) যদিও সে (ছেলেটা) অনেক দিন থেকে চেষ্টা করেছে সম্পর্ক করার জন্য। দ্বিতীয় প্রেমিক ১ম প্রেমিকের কথা জানত। প্রথম প্রেমিকের সাথে সমস্যা হওয়ার কারণে দ্বিতীয় প্রেমিক চান্স পায়। দ্বিতীয় প্রেমিক আগের সম্পর্কের কথা জানতে চাইলে মেয়েটি বলে প্রথম প্রেমিক নাকি তার মনের মত না, তার মধ্যে অনেক গ্যাপ, যা আগে সে বুঝতে পারে নি।

তোমাকে (২য় প্রেমিক) আমার আগে থেকেই অনেক ভালো লাগতো, কিন্তু ওর জন্য আমি তোমার কাছে আসতে পারি নাই। ওর সাথে আমার আর সম্পর্ক নাই। আমি যেমন চাই তুমি ঠিক তেমনি আমার মনের মত, এখন থেকে আমি তোমার। তো শুরু হয়ে গেল প্রেম, চলছে ভালো ভাবেই। একমাস পরেই আবার প্রথম প্রেমিক ফিরে আসতে চায় একথা মেয়েটি বলে দ্বিতীয় প্রেমিককে।

দ্বিতীয় প্রেমিক আর কি বলবে? সে বলল ঠিক আছে, আমি আর থাকবো না তোমার জীবনে, তুমি ওর কাছে চলে যাও। কিন্তু সে থাকতে পারবে না দ্বিতীয় প্রেমিককে ছাড়া, আবার প্রথম প্রেমিক কষ্ট পাবে তাই তাকেও নিষেধ করতে পারছে না। এভাবেই চলছে ...। মাঝে মাঝে সমস্যা হয়, মেয়েটি চালাক, মেনেজ করে নেয় দুজনকেই। কিছুদিন যাওয়ার পর মেয়েটি আবারো আর একটি ছেলের সাথে সম্পর্ক গড়ে।

দ্বিতীয় প্রেমিক জিজ্ঞেস করলে বলে ওর সাথে কোন প্রেমের সম্পর্ক নেই এমনি কথা বলি ফ্রেন্ড এর মত, যদিও প্রেম করে। হটাৎ একদিন দ্বিতীয় প্রেমিককে বলে, আমি মনে করেছিলাম তোমার মধ্যে কোন গ্যাপ নেই, কিন্তু ......। তারপর থেকে দ্বিতীয় জন আর এগোয় না, সেও আটকায় না। এখন অবশ্য তৃতীয় জনের সাথে ভালোই চলছে। প্রথম জনের ব্যাপারে জানি না, দ্বিতীয় জন যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছে।

এটা কি ঠিক করেছে সে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।