আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই রাত

হেথা হতে যাও পুরাতনহেথা নতুন খেলা আরম্ভ হয়েছে।

ভাসতে ভাসতে দিন ফুরালো হলো না পাওয়া কুল , আলেয়া কে আলো ভেবে বার বার করি ভূল । জীবন নামের ভাঙা তরী বেয়ে চলেছি একা , দিন গড়িয়ে সাঝ হলো যে মেলেনা কুলের দেখা । গোধূলী গেলো ,রাত্রী এলো ঘন আধার রাত , আশার ঘরে রাতই শুধু আসে না আর প্রভাত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।