সামনে ঈদ। কেনাকাটা চলছে সবার। তবে আমরা যেন ভুলে না যাই, অনেক দরিদ্র জর্জরিত মানুষ - এদের কাছে এতো টাকা নেই যে এরা কিছু ভালো মন্দ কেনা কাটা করবে। রাস্তায় অনেক টোকাই, ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়ায়। এদের ও নাই কেনার কিছু।
আমাদের যাদের কে আল্লাহ কিছু দিয়েছেন, সবার দায়িত্ব, এদের কে কিছু কিনে দেয়া। একটা পরিবারের জন্য হোক, বা অন্তত একটা ছোট বাচ্চার কাপড় হোক। আর ঈদের আগের দিন যদি পারা যায়, একটু সেমাই, চিনি। কত আর যাবে বলেন? তবে কিছু মানুষ অনেক খুশি হবে, অনেক দোয়া করবে। আমরা কি এটা করতে পারি? আমার একটু ছোট চেষ্টা, খুশির বন্ন্যায় ভাসাতে পারে কাউকে।
কেউ কি আছেন? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।