আমাদের কথা খুঁজে নিন

   

ওদের কি হবে, ওদের কি হয়



গতকাল অফিসে আসতেছিলাম। বাস ধরবার তাড়া ছিল। একটু দ্রুত হাটতেছিলাম। হঠাৎ লক্ষ করলাম ফুটপাথের পাশে রেলিঙ এর কোনায় এক বৃদ্ধা একটি থালা নিয়ে বসে আছে। তাড়া ছিল তাই দ্রুত চলে এসেছি।

একটু পরে খেয়াল হলো বৃদ্ধার পাত্রে ২/১ টি টাকা পড়ে ছিলো। বৃদ্ধাটি মুখে কাপড় দিয়ে রেলিঙ এর কোনায় বসে ছিল। হয়ত বা লোকলজ্জার ভয়ে, অথবা ক্ষুধাক্লিষ্ট মুখটা মানুষ কে দেখানোর লজ্জায়! অনুশোচনা হলো কেন তাকে কিছু টাকা দিয়ে আসলাম না। আজকে আসার সময় সেই জায়গায় তাকে দেখলাম না, হয়ত অন্য কোথাও গতকালকের মতো করে বসে আছে। ভাবলাম গতকাল কি সে তার ক্ষুধা নিবারনের মতো টাকা রোজগার করতে পেরেছিল? আজকেও কি পারবে? ইদানিং আমি সকালে বাসা থেকে হেটে এসে বাসে উঠি।

আফসোস হচ্ছে কেন যে অন্তত রিকশা ভাড়ার টাকাটাও তাকে দিয়ে আসলাম না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.