সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই আগামী শনিবারে একটি সরকারি চাকরির জন্য একটি পরীক্ষাত শর্টহ্যান্ড বা সাঁটলিপি পরীক্ষা হবে। এতে বাংলা ও ইংরেজী টাইপ করতে হবে। সরকারি অফিস কেন যে এখনও টাইপ রাইটার ব্যবহার করে তা জানিনা। কিন্তু পরীক্ষা তো দিতে হবে।
আমি কম্পিউটারে বাংলা ইংরেজী ভালই টাইপ পারি।
বিজয় এবং অভ্রে ইউনিবিজয় ব্যবহার করে অভ্যস্ত। কিন্তু বাংলা টাইপ রাইটারে ব্যবহার করা হয় মুনির কী-বোর্ড। এটি আমি একেবারেই ব্যবহার করতে পারিনা। নেট থেকে কী-বোর্ড লআউট নামালাম (এখানেও দিলাম)।
সেই সাথে একটি সত্যিকারের বাংলা টাইপ রাইটারের কী-বোর্ডও এখানে দিলাম।
কিন্তু এ কী বোর্ড একেবারেই অন্যরকম। কোন মিল নেই বিজয়ের সাথে। এমতাবস্থায় টাইপ করব কিভাবে?
কারো কাছে কি মুনির সফটওয়্যারটা আছে? থাকলে শেয়ার করুন প্লিজ! নাহলে অন্তত বলুন কিভাবে ই, উ বা এ বর্ণগুলো কিভাবে লেখে? নিম্নোক্ত বর্ণগুলো মুনির কী-বোর্ডে পাচ্ছিনা।
ই, উ, এ, ঐ, ঔ, ঞ, ড, থ, য়।
আমার ইমেইল এ্যাড্রেস - .
আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।