আমাদের কথা খুঁজে নিন

   

দু’একজন শিক্ষক এত লুল টাইপ হয় কেন?

একজন ভীরু মানুষ... আমার স্কুল জীবনের একজন শিক্ষক যাকে আমি ছোট বেলা থেকেই ভীষণ আত্নসচেতন, সুরুচি সম্পন্ন, শিল্পজ্ঞান পুষ্ট, সংস্কৃতিমনা মানুষ হিসেবে চিনি। তিনি আমাদের চারুকলার ক্লাশ নিতেন। তার প্রতি তার প্রাপ্য সন্মান রেখে একটি কথা বলতে চাই... সুদর্শন এই মানুষটি কোন এক বিশেষ কারণে তার বিগত জীবনের সকল ছাত্রদের ভুল মেরে বসে আছেন আর তার যত ছাত্রী পৃথিবীর আনাচে কানাচে প্রকাশ্যে বা লুকিয়ে আছে তাদের তিনি মনে রেখেছেন। তারচেয়ে আজব ব্যাপার সেইসব ছাত্রীদের তিনি খুঁজে বের করছেন বা কোথাও না কোথাও তাদের সাথে তার দেখা হয়ে যাচ্ছে, ফটোসেশন হচ্ছে!!! তাজ্জব ব্যাপার!!! এইটা ক্যামনে হইতে পারে??? শুধু ছাত্রীদের মনে থাকে, তাদের সাথে দেখা হয়, যোগাযোগ হয়, ফটোসেশন হয় আর ছাত্রদের সাথে ফটোসেশন তো দূর দেখা হওয়া, যোগাযোগ হওয়া অনেকক্ষেত্রে মনে পর্যন্ত থাকে না??? এটা কি “গাজনি” বা ‘গোল্ডফিশ’ ট্যাইপের কোন রোগ নাকি???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.