বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। মাঝে মাঝে মনটা খুব শয়তানী টাইপ কোয়েশ্চেন করে বসে। জানি এগুলো সুধী সমাজের সামনে করা ঠিক না। জিজ্ঞেস করলে সবাই খারাপ ভাববে। আচ্ছা রুমানা মঞ্জুরের স্বামীর তো মাথায় গন্ডগোল না।
তাহলে হঠাত সে এই অপকরম টা করতে গেল কেন? নারী নেত্রীরা সবাই গেল গেল নারী অধিকার গেল বলে ছিৎকার জুড়েছেন। আসলে গেল কতটুকু আর থাকল কতটুকু সেটা নিয়ে ভাবার অবকাশ নেই আমাদের হাতে। নারী শাসনের এই যুগে নারীরা অবহেলা বঞ্চণার শিকার এটা ভাবার অবকাশ কোথায়। রুমানা মঞ্জুর সানবাদিকদের সামনে কেদে কেদে স্বামীর বিরুদ্ধে নালিশ করছে। কিন্তু আমাদের সমাজের কি উচিত হবেনা এর পেছনের ঘটনাটা বের করা, কি কারনে তার স্বামী এই লজ্জাজনক কাজটা করল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।