আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদে এখন আর বুড়ি থাকে না, থাকে দেওয়ানবাগীর পীর

আমি নতুন কিছু পড়তে ভালবাসি কয়েকদিন আগে রাতের বেলায় ফকিরাপুল মোড়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। তিনি আসতে দেরি করছিলেন বিধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ানবাগীর উদ্দোগে আয়োজিত এক আলোচনাসভার আলোচনা শুনছিলাম। একজন মাওলানা (!?) তার আলোচনায় অনেক বিষয়েই বললেন। অনেক মজা করে তার আলোচনা শুনতে থাকলাম। এক পর্যায়ে তিনি দেওয়ানবাগী হুজুরের কি কি সাফল্য তা বর্ণনা করছিলেন।

সাল উল্লেখ করে করে কোন সালে কি অবদান রেখেছিলেন তার বর্ণনা দিচ্ছেলেন। সবগুলো মনে রাখতে না পারলেও একটা বিষয় মোটামুটি ভালভাবে মনে রাখতে পেরেছি। সেই ওয়ায়েজিন বলছে যে........আধুনিক সুফিবাদের রূপকার, মুজাদ্দীদ, মোহাম্মদী ইসলামের পূনর্জীবন দানকারী মাহবুবে খোদা কেবলাজানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যেই সাফল্য তা হচ্ছে- আল্লাহ রাব্বুল আলামীন ২০০৮ সালে পীর কেবলাজানের ছবি (অবয়ব) চাঁদে স্থাপন করেছেন। আকাশ যখন পরিস্কার থাকে তখন আপনারা চাঁদের দিকে দেখলে চাঁদে আমাদের পীর সাহেবকে দেখতে পাবেন! এই হলো মোটামুটি সেই হুজুরের বক্তব্য (হুবহু কথা না আসলেও মূল বক্তব্য এটাই)। কি সাংঘাতিক বিষয়ে এই ভন্ডরা নেমেছে একটু চিন্তা করলেই বোঝা যায়।

এই ভন্ডরা যতদিন স্বাধীনভাবে কাজ করবে ততদিন পর্যন্ত ইসলামের বারাটা বাজিয়ে ছাড়বে। এদের ব্যাপারে সচেতন হওয়া ও করার এখনই সময়। (এই ভন্ডদের ব্যাপারে আমি আরও বেশ কিছু বিষয় জানি যা আগামীতে বলার ইচ্ছা থাকল। )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।