নিল আর্মস্ট্রং
চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন নিল আর্মস্ট্রং। তার প্রথম মহাকাশ অভিযান ১৯৬৬ খ্রিস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসেবে। এ অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্ব প্রথম দুটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন। নিল আর্মস্টং ১৯৩০ সালের ৫ আগস্টে জন্মগ্রহণ করেন। যুক্তরাস্ট্রের ওহাইওর স্টেফান কনিগ আর্মস্ট্র ও ভায়োলা লুইসা দম্পতির প্রথম সন্তান নিল আর্মস্ট্রং।
১৯৩৬ সালের ২০ জুলাই তিনি প্রথম বিমানে চড়ার অভিজ্ঞতা লাভ করেন। আর্মস্টং পড়াশোনা করেন পার্ডু বিশ্ববিদ্যালয়ে এবং পরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে। নভোচারী হওয়ার আগে আর্মস্ট্রং মার্কিন নৌবাহিনীর বৈমানিক ছিলেন।
বাজ অলড্রিন
ড. এডউইন ইউগিন বাজ অলড্রিন, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল, পাইলট ও নভোচারী। ৩৯ বছর বয়সে তিনি অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশ নিয়েছিলেন।
নিউ জার্সির মন্টক্লেয়ার উচ্চবিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন ১৯৪৬ সালে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ১৯৬৩ সালে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে নভোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে সেকেন্ড লেফট্যানেন্ট পদে কমিশন্ডপ্রাপ্ত হন। কোরিয়ার যুদ্ধে তিনি বিমানবাহিনীর পাইলটরূপে অংশগ্রহণ করেন। লাইফ সাময়িকীর প্রধান নিবন্ধে বন্দুকে ব্যবহৃত ক্যামেরার সাহায্যে গৃহীত স্থিরচিত্রে রুশ পাইলটের ক্ষতিগ্রস্ত বিমান থেকে নেমে পড়ার দৃশ্যটি প্রকাশিত হয়েছিল।
চার্লস পিট কনরেড
চার্লস পিট কনরেড চাঁদে পা রাখা সৌভাগ্যবান মানুষের একজন। তিনি শুধু একজন নভোচারীই নন, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের নেভী অফিসার। অ্যাপোরো-১২ মিশনের অভিভাবক এ মানুষটি খুব সাধারণ জীবনাচারের জন্য বিখ্যাত ছিলেন। চাঁদের বুকে পা রাখা মানুষের মধ্যে তৃতীয়জন ছিলেন তিনি। অ্যাপোলো ১২ ছাড়াও বহুল আলোচিত স্কাইল্যাব ২ মিশনেও তিনি অধিনায়কত্ব করেন।
প্রেসিডেন্ট জিমি কার্টারের কাছ থেকে প্রেসিডেন্টসিয়াল স্পেস মেডেল বিজয়ী এই নভোচারী স্কাইল্যাভ ২ মিশনে অনবদ্য সাফল্য এনে দিয়েছিলেন। এখনো তার মেধার কদর ভীষণ। তার প্রশংসায় এখনো পঞ্চমুখ নভোচারীরা। স্পেসে তার অভিজ্ঞতার বর্ণনা নভোচারীদের জন্য আগামী দিনের অনেক গুরুত্ব বহন করে।
অ্যালেন বিন
একজন Artist যিনি চাঁদে হাঁটার গৌরবে গৌরবান্বিত
অ্যালেন শেফার্ড
Apollo 13 অভিযানেই চাঁদে যাওয়ার কথা থাকলেও Car Infection-এর কারণে আনফিট হয়ে যান
এডগার মিচেল
Apollo 14 তে চড়ে Mitchell চাঁদে নামেন।
ডেভিড স্কচ
David Scott চাঁদে পারিজমান Apollo 15 তে চড়ে ১৯৭১ সালে।
জ্যামস ইরোয়িন
Apollo 15 যাত্রী এই James Irwin চাঁদে পা রাখেন ২৯৫ ঘণ্টা ১১ মিটিনের এক চন্দ্রযাত্রায়।
জন ইয়ং
চাঁদের বুকে তিনি ১৬ মাইল চন্দ্রযান Iunar rover চালিয়েছেন।
চার্লস ডিউক
Charles Duke মুরুবি্বর সঙ্গে চাঁদের উঁচুস্থানগুলো শনাক্তকরণ কাজে অংশ নেন।
ইয়ুজিন কারমান
এখন পর্যন্ত সর্বশেষ ব্যক্তি হচ্ছেন Eugenc Cerman যিনি চাঁদের বুকে সবার শেষে হেঁটে ছিলেন ১৯৭২ সালে।
হেরিসন স্কমিট
Apollo 17 অভিযানে ব্যবহৃত Iunar module-এর পাইলট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।