নাসার বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানান। ৪০ কেজি ওজনের উল্কা আছড়ে পড়ার পর বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে তাদের টেলিস্কোপে।
গত ১৭ মার্চের এই বিস্ফোরণ ছিল প্রায় আট বছর ধরে নাসার পর্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ।
নাসার এক বিবৃতিতে বলা হয়, “এর আগে যে সব বিস্ফোরণ দেখা গেছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি আলোর ঝলকানি সৃষ্টি হয়েছে এ বিস্ফোরণে।”
এই বিস্ফোরণে চাঁদে যে গর্তের সৃষ্টি হয়েছে তার সন্ধান করছে নাসার টেলিস্কোপ। এতে ৬৬ ফুট চওড়া গর্ত হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
নাসা জানায়, মাত্র এক সেকেন্ড স্থায়ী আলোর ঝলকানি এতো উজ্জ্বল ছিল যে টেলিস্কোপ ছাড়াই পৃথিবী থেকে তা লক্ষ করা যায়। আছড়ে পড়ার পর প্রায় পাঁচ টন টিএনটি বিস্ফোরকের সমান শক্তি নিয়ে সেটি বিস্ফোরিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।