We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
ছোট কালে শুনেছিলাম, চাঁদে একটা গাছ আছে; সেই গাছের একটা পাতা ঝরলে একজন মানুষ মৃত্যুবরণ করে। তখন আমার খুবই ভয় হতে, না জানি কখন আমার জীবন পাতাটা ঝরে পড়বে! এখনো মাঝে মাঝে পূর্ণিমা রাতে আকাশের পানে তাকিয়ে ভাবি, শুনেছি অনেক জন চাঁদে গিয়েছে কিন্তু ওরাতো গাছের খবর কিছুই জানালনা, তবে আজো কেন চাঁদে সেই জীবন গাছ দেখতে পাই?
জীবন মৃত্যুর মালিক আমরা নয়, তবে কেন আমরা একে অন্যকে হত্যা করি?
যা লেখতে চেয়েছিলাম তা লেখতে পারিনি। কি লেখব, কা'র কথা লেখব? আমি জানিনা
চাঁদে জীবন-গাছ © এই নামে পরে একটা গল্প লেখব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।