একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
স্বপ্নের ভেতরেও স্বপ্ন থাকে,
নিশীথে থাকে রাতের কালো_
খেলে প্রবল ক্ষুধা লাগে,
দেখলেই লাগে ভালো ।
চাইতে চাইতেই পাওয়ার আশা,
না পাওয়াতেই দুঃখ,
অস্ত গেলে দিনের রবি, হয়
আধার ঘন বুক ।
চোখের মাঝে দৃষ্টি থাকে,
স্বপ্ন ভাবাই ভুল ;
নীল জল ছাপা সাগর জলেও
থাকে খানিক কুল ।
আমার ভেতর কে আছে হায়_
লুকিয়ে লুকিয়ে কাঁদে _ !
ধরতে গেলেই পালিয়ে বেড়ায়,
আকাশ হারায় চাঁদে !
লিখন
জুন-০৫.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।