মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই.. ১. চোখ বুঁজে চেনা দরোজায় কড়া নাড়তে নাড়তে আচমকা আমায় পিঠে তুলে নেয় অচেনা ঈগল এত দিন ধরে খুঁজে না পাওয়া খোলা জানলা গলে জমাট বাঁধা রক্তের মত কালচে আঁধার থেকে নিমেষেই বের হয়ে আসি সহজে-সংগোপনে ! যতই উচুঁতে উড়ি, পরিধি বাড়ে দৃষ্টিসীমার হাজার ক্রোশ পথ এক পলকে চেনা হয়ে যায় , উত্তাল জোয়ারের ঢেউও মনে হয় স্থির ভীষণ- বিশাল যা মনে হত এতদিন, তা বিন্দুর চেয়েও ছোট হয়ে আসে। তবে কী ফিরবো না আর? হাঁটবো না চেনা মেঠোপথে? অচেনা ঈগল- তোমার ডানাদুটি ক্লান্ত হয়ে গেলে অবসাদে পৌঁছে দিও আমাকে আমার ঘরের আঙিনায়। ২. অপরিসীম শূণ্যতা ও নি:সঙ্গতা থেকে বিনির্মাণ হবে স্থাণ ও কালের নতুন সমীকরণ ঈশ্বর কণার মতো অমিত তেজ-শক্তি-সম্ভাবনা নিয়ে প্রত্যাবর্তন ঘটবে তার জেনে রেখো অথবা কেউ থাকবে না আর তারে খুঁজবার পড়ে থাকবে শুধু একটুকরো নিকষ আঁধার! ৩. আকাশে আমার শত শত ফানুস ছিল একে একে জ্বালিয়েছি আর উড়িয়েছি স্বপনের ঘোরে আহা! গোটা আকাশই যেন ছিল দখলে আমার! অত:পর সেই আলো নিভে গেলে প’রে আলোহীন ফানুসের খোঁজ কে’বা রাখে আর সে আকাশ আঁধার-সমাধিতে ডুবে মরে। তবু জেনে রেখো আকাশ আমার খানিক বাদেই সূর্যে ঠিকই জ্বলবে আগুন আঁধার সমাধি ফুঁড়ে লালচে আভায় তোমায় আনব ফিরিয়ে আমার দৃষ্টিসীমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।