পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
অনেক সময় ব্রাউজারে বাংলা দেখতে সমস্যা হয় , বিশেষ করে বাংলা লেখার ওয়েব সাইটগুলো পড়তে গেলে ।
যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় :
১. বাংলা লেখা ছোট ছোট দেখায় ।
২. ইংরেজী লেখাগুলো বাংলা লেখার মধ্যে ঢুকে যায় ।
৩. বাংলা বা ইংরেজী কিছু কিছু লাইন বা লেখাগুলো বক্স আকারে দেখায় ।
ইত্যাদি ।
যেভাবে এই সমস্যার সমাধান করবেন :
ব্রাউজার যদি গুগল ক্রোম হয়
প্রথমেই এই লিংক থেকে এই ফন্ট টি ডাইনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেল ফন্ট দিয়ে ওপেন করে ইন্সটল করে নিন । (অথবা কন্ট্রেল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেষ্ট করে দিন । )
এবার আপনার ব্রাউজার গুগল ক্রোম ওপেন করুন ।
setttings>Option>under the Hood>Customize Font এ ক্লিক করুন ।
এবার আমার নিচে দেয়া স্ক্রিন শট অনুযায়ী লাল অংশের দুটো জায়গার ফন্ট টি পরিবর্তন করে সোলেমান লিপি ফন্ট টি সিলেক্ট করে দিন ।
ব্যাস কাজ শেষ ।
এবার বের হয়ে আসুন ।
আপনার ব্রাউজার যদি হয় মজিলা
option > Option > Content Tab এ ক্লিক করুন এরপর Advanced এ ক্লিক করুন ।
এবার নিচের দেয়া স্ক্রিন শট গুলো অনুসরন করুন ।
ব্যাস কাজ শেষ । ওকে দিয়ে বের হয়ে আসুন ।
ব্রাউজার যদি ওপেরা হয়ে থাকে :
প্রথমে "Tools>Preferences" এ যান
এবার আমার নিচের দেয়া স্ক্রিন শট গুলো পর্যায় ক্রমে অনুসরন করুন ।
যে কোন ধরনের সমস্যার জন্য ভিজিট করতে পারেন আমাদের এই পেজটি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।