টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
বিভিন্ন ব্রাউজারে কোন সাইট কেমন আসে তা দেখার জন্যই একটা সাইট রয়েছে। নাম ব্রাউজারশট.অর্গ । এই সাইটে গিয়ে আপনি আপনার সাইটের এড্রেস দিবেন এবং লিনাক্স ও উইন্ডোজ মিলে বিভিন্ন ব্রাউজারের প্রায় ৪০ টা ভার্সনে আপনার সাইট কেমন আসবে তা টেস্ট করতে পারবেন। এছাড়া স্ক্রিন সাইজ, কালার ডেপথ্, জাভা, ফ্লাশ, জাভা স্ক্রিপ্ট ইত্যাদির স্ব স্ব একক পরিবর্তন করেও পরীক্ষা করা যাবে।
আউটপুট হিসাবে সাইটি আপনাকে দেবে স্ক্রিনশট তবে সেটা সাথে সাথে পাওয়া সম্ভব নয়। তারা কিছুক্ষন পরে আবার খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করে এবং পেজটা বুকমার্ক করে রেখে পরবর্তিতে ঐ পেজে গেলে স্কিনশটগুলো পাওয়া যাবে। দেখুন ট্রাই করে কি হয় ।
==============================
বিজ্ঞান ও প্রযুক্তির সবকিছু চাই বাংলায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।