আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ব্রাউজারে কি বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন?

শুদ্ধতার আগুনে যেন সতত পুড়ি

আশাবাদী!! লিখেছেন যে, তিনি তার কম্পিউটারে বিশেষ কোনো একটি ওয়েব সাইটের বাংলা লেখা দেখতে পাচ্ছেন না। যে কারণে তিনি কিছুটা বিরক্তও বটে। এমন আরো অনেকেই হয়তো আছেন এমনি ধরণের সমস্যার মুখোমুখি হয়ে ত্যাক্ত-বিরক্ত! ইন্টারনেটের সুবিধার কারণে আমাদের লেখালেখি বিষয়ক কৌতুহল ইদানিং দারুণ ভাবে উৎসাহিত। সেই সঙ্গে বিভিন্ন ওয়েব সাইটও তাদের প্রচারার্থে আমাদের সুযোগ করে দিচ্ছে ফ্রি ব্লগরোল বানানোর। আমরা তাই অনেকেই মহা উৎসাহে নিজেদের সৃষ্টিকর্ম সেই ব্লগরোলে ঢেলে দিয়ে পরিতৃপ্তির মুচকি হাসিতে আত্মপ্রসাদ লাভ করি।

কিন্তু অনেকও আবার সেই ব্লগ সাইট বা ব্লগরোলটি নিজের কম্পিউটারে খুলে একটি লাইনও পড়তে পারছেন না। তখন পড়তে হয় নতুন সমস্যায়। বিশেষ করে ভারতীয় ওয়েব সাইটের যারা বাংলা ফন্ট ব্যবহার করেন, তারা কখনো ইউনিকোড সাপোর্ট করে এমন ফন্ট ব্যবহার না করে কোন বিশেষ ফন্ট ব্যবহার করেন আমরা অনেকেই তা জানি না। যে কারণে সেসব ওয়েব সাইটে বা ব্লগে কী লেখা আছে তা পড়তে কিংবা বুঝতে পারি না। যদিও অনেক অ্যাডভান্স ইউজার তা জানেন কিন্তু অতি উৎসাহীদের অনেকেই তা জানেন না।

কোনো কোনো সাইটের বাংলা লেখা মাইক্রোসফট উইন্ডোজ ব্রাউজার সাপোর্ট করে। কোনোটা আবার মজিলা ফায়ারফক্স সাপোর্ট করে। এত ঝামেলায় না গিয়ে তারা Click This Link এখান থেকে ফন্টের কিছু সুবিধা পেতে পারেন। অথবা তাদের কম্পিউটারে একুশে ফন্টপ্যাক ইস্টল করে নিতে পারেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.