এই দুনিয়ায় আসলে সবাই দেখতে সুন্দর।পার্থক্য একটাই,কেউ কেউ দেখতে সবসময়ই সুন্দর।আর কেউ কেউ দেখতে মাঝে মাঝে সুন্দর =>একটি ছেলে একটি মেয়েকে খুব ভালবাসে,কিন্তু কিছুতেই বলতে পারছে না।একদিন রাতে ছেলেটা ভাব্ল যে কি করে ভালবাসার প্রস্তাবটা দেওয়া যায়!!!! অনেক ভাবার পর তাঁর মাথায় একটা বুদ্ধি আসলো ।পরের দিন ছেলেটা ওই মেয়েটার সাথে দেখা করলো এবং বলল ...... *ছেলে : তুমি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করবে!!? *মেয়ে : হঠাৎ করে চোখ বন্ধ করব কেন? *ছেলে : দরকার আছে,চোখ বন্ধ করলেই বুঝতে পারবে........!!! *মেয়ে : ঠিক আছে চোখ বন্ধ করছি.......! *ছেলে : তুমি চোখ বন্ধ করে রেখেছ,এই অবস্থায় তোমার কেমন লাগছে.....? *মেয়ে : খুব খারাপ...!চারিদিকে শুধু অন্ধকার...!মনে হচ্ছে যেন আমি খুব একা....! তখন ছেলেটি মেয়েটির কানের কাছে ফিস...ফিস.. করে বলল...... তুমি ছাড়া আমার জীবন এমন অন্ধকার........! গল্পটি লিখেছে আমার বন্ধু : শাহ্নেওাজ ইভান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।