আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের আসামে সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলাদেশীদের দায়ী করার বিজেপির হীন অপচেষ্টা!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আসামে সাম্প্রতিক বিভিন্ন জাতিগত দাঙ্গার জন্য আবারও বাংলাদেশ হতে আগত অভিবাসীদের দায়ী করেছে বোড়ো ল্যান্ড কাউন্সিল। প্রায়ই আসামে সাম্প্রদায়িক দাঙ্গা শুধু বাংলাদেশী নয় বরং ভারতীয় বাঙালীদেরকেও কেন্দ্র করে ঘটে থাকে। আসামে বোড়ো সহ অন্যদের চোখের বিষ হচ্ছে বাংলাভাষী জনগোষ্ঠী। এইবার ভারতীয় বাঙালীদের দায়ী না করলেও মুসলমান হওয়ার কারণে বোড়োরা বাংলাদেশীদেরই দায়ী করেছে। অবশ্য আসামের সংখ্যালুঘু মুসলিম ছাত্রদের সংগঠন ABMSU এই ঘটনার প্রতিবাদ করেছে।

তারা সরাসরি বোড়ো কাউন্সিলকে চ্যালেঞ্জ করে এই ঘটনার প্রমাণ দিতে বলেছে। যদিও আসামের মূখ্যমন্ত্রী তরুণ গোগোই এই বিষয়ে বাংলাদেশীদের সংশ্রব বিষয়টি অস্বীকার করেছেন কিন্তু তারপরেও অভিবাসীদের প্রসংগ চলে এসেছে। ABMSU এও বলেছে যদি রাজ্য সরকার ও বোড়ো কাউন্সিল প্রমাণ করতে পারে বাংলাদেশীদের হাত আছে তবে তারা ঐ সকল দায়ীদের এ দেশ হতে বিতাড়িত করবে। ABMSU বলেছে যে বোড়ো কাউন্সিলের প্রধান হারগামা মহিলারী নিজ কাউন্সিল হতে অবোড়োদের তাড়ানোর জন্য ষড়যন্ত্র করছে। বোড়োদের সমাজকল্যাণের সাবেক নেতা জানামোহন মুশাহারির যে অভিযোগ তুলেছে যুক্ত মুসলিম জাতীয় সেনার বিরুদ্ধে তার জবাবে ABMSU বলে এটা সংখ্যালুঘুদের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে।

ভারতীয় বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপে মূখ্যমন্ত্রী তরুণ বলেন যে এই দাঙ্গায় বাংলাদেশীরা জড়িত নয়। মুসলিম সংগঠন গুলো এই ঘটনায় ভারতের রাজনৈতিক দল বিজেপিকে দায়ী করেছে। তাদের মতে বাংলাদেশকে পুজি করে আসলে ভারতীয় মুসলিমদের লক্ষ্য করে এটা বিজেপির সাম্প্রদায়িক চাল। Click This Link *********************** একটা জিনিস বুঝি না ভারতে বর্তমানে কংগ্রেস দল কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও কিভাবে বিজেপি বিভিন্ন রাজ্যে অহিন্দুদের বিরুদ্ধে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে আসছে? শুধু আসামে মুসলমান নয় ২০০৮ সালে ভারতের উড়িষ্যায় ব্যাপক হারে খ্রীষ্টান হত্যা, ধর্ষণ সহ লোমহর্ষক নির্যাতনও চলে। কিন্তু হোতারা চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি।

কংগ্রেস মুখে যতই ধর্মনিরপেক্ষ বলুক আসলে তারাও উগ্র হিন্দুদলের প্রতি দূর্বল। যথেষ্ঠ সহায়কই বলা চলে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.