good
বাংলাদেশের জণগন বহু আগে থেকেই শুনে এসেছিল যে ট্রানজিটের বিনিময় আমরা কোটি কোটি টাকা আয় করব, যা দিয়ে বাংলার ৪০ বছরের অভাব দূর হবে ও অর্থনৈতিক ভিত মজবুত হবে আরও নানা লাভের হিসেব সাথে বিভিন্ন দেশের উদাহরন। কেউ কেউ আরেকটু আগ বাড়িয়ে মুখ ফসকে বলে ফেলেছিলেন, ট্রানজিটের বিনিময় আমরা জাপানের অর্থনীতিকেও ছাড়িয়ে যাব! আমরা মূর্খ বোকা শোকা জণগন ঐ সব জ্ঞনী -গুনী (?) রাজনিতীবিদদের কথায় ভূলে গিয়ে ট্রানজিটের পক্ষে মনের অজান্তে রায় দিয়ে দিলাম। অশায় বুক বাঁধলাম, এই তো দুই-তিন-চার বছরের মধ্যেই আমরা ধনী দেশে পরিণত হব। আশে পাশের গরিব দেশগুলাকে দু-চার টাকা দানও করব!
কিন্তু গতকাল আমাদের জ্ঞানী-গুনী (?) আল্লার মাল মুহিত বলে ফেললেন একখান কথা, মনে হয় মুখ ফসকে (?)। আমরা ভারতকে ট্রানজিট দিব এবং ট্রানজিটের জন্য ভারতের কাছ থেকে কোনো শুল্ক নেয়া হবে না। ভারতের কাছ থেকে যদি শুল্কই নেব, তবে ট্রানজিট দিলাম কেন?
এক মুহূর্তেই আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। তাই কার্টুনিষ্ট হুদা মনের দুঃখে নিজের অজান্তেই একটা কার্টুন এঁকে বসে, যা বর্তমান চিত্রকেই তুকলে ধরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।