থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
ভারতের প্রধানমন্ত্রী আস্তেছেন বলে শোনা যাচ্ছে।
উনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশ সরকার উঠে পড়ে লেগেছেন। উনার আগমন যেন গরীবের ঘরে হাতির পা। সেই আনন্দে মনে হচ্ছে কাছা খুলে, শাড়ি তুলে যার যা আছে, তাই নিয়ে অতিথি সেবায় উনারা ঝাঁপিয়ে পড়েছেন।
ভারত কিছুই চাচ্ছে না। কিন্তু আমাদের অনেক চাওয়া আছে। আমাদের চাওয়াগুলো আমরা সেই কোন আদি কাল থেকেই বলে আসছি। ভারত কিন্তু আমাদের মতন করে তেমন কিছুই বলে না।
আমাদের বার বার বলা সেই কথা ভারতের কেন্দ্রীয় কানে যেয়ে পৌঁছায় না।
কিন্তু ভারত অনুচ্চারিত ভাবে যা যা চায়, আমাদের এখানকার লোকজন যেন কি ভাবে তা টের পেয়ে যায়!
আমাদের কোন ন্যায্য দাবীই পূরন হয় না, উলটা আমাদের লোকেদের কাছ থেকেই শুনতে হয় কিনা ট্রানজিট ফি চাওয়া একটা অসভ্যতা। যিনি এই কথা বলেন, তার নাগরিকত্ব কি ভারতীয়?
চির কালের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন মোহিত হবার আগেই আমাদের বাঁচার একটা উপায় খুঁজতে হবে। কারন এই দেশে আপনাকে, আমাকেই বাস করতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।