আমাদের কথা খুঁজে নিন

   

বরষার আগমনে

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ [মহান প্রাণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "বর্ষা-বিদায়" পড়িবার পর] আজি বরষা-বাদল দিনে নব সাজে তুমি আসিয়াছ ফিরে পুব অভিসারে। তব জল সিঞ্চনে শ্রাবণের নদী উঠিবে ভরিয়া উচ্ছাস ভরা জলরাশি দু-পাড় ভাসাবে আবার কলকল জলে নৌকা বাইবে মাঝি, যাবে অনেক দূরে। গলা ছেড়ে গাইবে ভাটিয়ালি গান। তব জল-ধারা আবার নামিবে।

চিরচেনা সেই দেবদারুটার দেহ জুড়িয়া সুখের অশ্রু ঝরাইবে ফের গুবাক তরুর পাতা। ডাহুক পাখিরা ভিজিয়া ভিজিয়া দূর-বহুদুর যাইবে উড়িয়া। জানি– ঋতু শেষে, ভাদরী লগনে সারি সারি কাশফুলের নরম ছোঁয়ায় তব মায়াবী কোমল-পেলব হাতে পরশ বুলিয়ে। বিদায় বেলায়- কেয়া পাতার নৌকোয় বসে চলে যাবে নববধূ সেজে পূণঃ দূর-দেশে, সুদূর পশ্চিমায়। বাদলের দিনে বর্ষণ-জলে ভিজাতে তুমি।

তবু তুমি পারিবেনা কাঁদিতে চাহিলেও একটু অশ্রুর ফোটা ফেলিতে। তুষারের দেশে। বহুদিন পর গ্রীষ্মের আকুলতায় কুতুহলি হয়ে হয়তো আবার দিবে দেখা, অনুরাগে। কদম ফুটিবে ফের তোমার খোঁপায় গুজে দিতে। মালঞ্চে শত নব নব ফুল ফুটিবে আবার তোমায় পূজো দিবে বলে তোমায় নিয়াছি বরণ করে।

উৎসর্গঃ কবি-সম্রাট শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।