আমাদের কথা খুঁজে নিন

   

বরষার প্রথম দিনে! -হুমায়ুন আহমেদ

ইমরোজ

বরষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে, আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়। । জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়। । যদি কোন দিন আসে জোছনার আঁচলে ঢাকা, মধুর সময়।

তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো, সেদিন তাহার সাথে করো পরিচয়, কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়। জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়। দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়। তখন কাছে এসো, তাহাকে ভালোবেসো, ছায়াময়ী কারো সাথে করো পরিচয়। কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়।

http://www.mediafire.com/?bfyf1dbn2oe

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।