আমাদের কথা খুঁজে নিন

   

প্রশান্তির বৃষ্টি

খন্দকার আনিসসুর রহমান জ্যোতি শাওতাল বিদ্রোহের বরেণ্য নেত্রী নাচোলের ইলামিত্র করেছিলেন ফসলের ন্যায্য হিস্সা 'তেভাগা আন্দোলন' উজ্জ্বল নক্ষত্র আকাশে শুরু হয়েছিল সেধিন লহিত মেঘের গর্জন শোষকের হাতে বলি হল কত আদিবাসী কৃষকের প্রাণ শ্রমিকের ঘামের ফসল কেড়ে নিল ভূস্বামীর তীক্ষ্ণবান সেদিনও আকাশে মেঘ ছিল, ছিল মেঘের আড়ালে অশুভ দৃষ্টি কেবল সে মেঘের হৃদয়ে ছিলনা প্রশান্তির বৃষ্টি..................। জাতির পিতা বঙ্গবন্ধু বর্জকন্ঠে করেছিলেন প্রতিবাদ শুরু হয়েছিল শৃঙ্খল থেকে মুক্তির সনদ 'ছয়দফা আন্দোলন' ক্ষয়িষ্ণু সময়ের বুক চিরে জেগে উঠেছিল সেদিন সুপ্ত বাঙ্গালীর মন রক্তের বানে ভেসে গেল দেশের লক্ষ লক্ষ তাজা প্রাণ শেষে সুদীপ্ত স্বাধীনতা এসে জ্বাল্ল প্রাণে 'শিখা অনির্বান' সেদিনও আকাশে মেঘ ছিল ছিল সে মেঘের আড়ালে অমুভ দৃষ্টি কেবল সে মেঘের হৃদয়ে ছিলনা প্রশান্তির বৃষ্টি...................। ক্ষুদ্র ঋণের ফাঁদে জড়িয়ে ময়নাবানু কেঁদেছিল যেদিন সেদিন কিস্তির কষ্টে কাটেনাই তার বিভিশিকাময় তিমির রাত সুদের বোঝায় বেড়েছিল কেবল তার ঋনাত্বক জীবনের সঙ্ঘাত তাইতো দারীদ্র বিমোচনের হৃদয়ে ঘটে গেল নীরবে রক্তপাত শেষে সৌজন্য শান্তির মুকুট পেল শোষকের কাল হাত সেদিনও আকাশে মেঘ ছিল ছিল সে মেঘের আড়ালে অমুভ দৃষ্টি কেবল সে মেঘের হৃদয়ে ছিলনা প্রশান্তির বৃষ্টি....................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।