আমাদের কথা খুঁজে নিন

   

প্রশান্তির অতলান্তে



এই মেয়ে জীবেনর মানে বুঝেছো? নিকিতার মতো করে নয়........ পুষ্পিতা... আহা সুগন্ধের বদলে লোভ আর দেহবলি.... কি অদ্ভুত বৈপরিত্যে জীবনকে পরিহাস করেছিল ওরা... অন্ধ ভোগ আর বিলাস বাসনা প্রাণহীন জান্তব মিলনে ইচ্ছাপূরণ....... এক বালিকাকে শুধাই..... বলে- কি হয় তাতে! ক্ষনিকে যদি সবই মেলে...... কে মনে রাখে কারে................................... অনুভবের এমন বানিজ্যিকরণ......মুক্তবাজার অর্থনীতি.... কেই বা বোকা থাকতে চায়...... আমি বোকা বসে থাকি----------------------------- জীবন বিদ্রুপ করে হঠাত...... পরিহাসে জবাব দেয় ... হাতকড়া... অপমান.... হয়কি?? প্রশান্তির অতলান্তে আমি থাকি অপেক্ষায় সরলার অপেক্ষায়... যে জীবনকে অনুভব করে: সরলতায়...স্নিগ্ধতায়....শিশুর বিস্মিত চাহনিতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।