আসলামুআলাইকুম, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশাকরি ভাল আছেন । আসলে আমি যা জানি তা আপনাদের জানাতে চায় । আর আপনারা যা জানেন তা জানতে চায় । zeekrewards এবার ইনকাম প্লান সহজ কথায়
সহজ কথায় মানে ১ কথায় প্লান হচ্ছেঃ-
আপনি ফ্রি সাইন আপ করার পর বোনাস পয়েন্ট পাবেন ১০০ পয়েন্ট।
প্রতিদিন এড পোস্ট করার পর ১ থেকে ২ পয়েন্ট করে পাবেন । আপনার ৬০ দিন এদ পোস্ট করতে হবে । ৬০ দিনে আপ্নার পয়েন্ট আনুমানিক ২৩০ পয়েন্ট। ৫৯ দিনের দিন আপনি ২০$ দিয়ে আপগ্রেড করবেন । আপগ্রেড এর পর ২৩০ পয়েন্ট থেকে ১০০ ফ্রি পয়েন্ট কেটে নেবে।
তারপর বাকি ১৩০ পয়েন্ট ১৩০ ডলারে কনভার্ট হয়ে ইনভেস্ট হয়ে যাবে। তারপর ১৩০ ডলারের ১.৮৬% থেকে ৪% পর্যন্ত করে আপনি ৯০ দিন পর্যন্ত পাবেন । আর মাত্র ২৩ ডলার হলেই PAYZA (alertpay) তে তুলতে পারবেন । এবার ১ টা সহজ হিসাব দেই । ধরুন আপনি প্রতিদিন ২ ডলার করে পেলেন ৯০ দিন (প্রথম ৬০ দিন বাদে )
পর্যন্ত তাহলে ৯০*২=১৮০ ডলার পকেট থেকে দিলেন ২০ ডলার তার মানে ১৮০-২০= ১৬০ ডলার ।
=======================================
একটু বড় হিসাবঃ-===== আপগ্রেড হওয়ার পর ৯০ দিন সহ আপনার ইনকাম হচ্ছে $260 আপনার কাছ থেকে যাবে= $10+$29.95+$10 + $30 = $79.95 ( চিন্তা নাই আপনার পকেট থেকে যাবে না আপনার total cash ইনকাম থেকে দিতে পারবেন)
============================================
তাহলে আপনার থাকল=
$260-$79.95= $180.05 খুব সহজ হিসাব তাই না । প্রথম হিসাব টা দিয়েছি খুব সহজ ভাবে যাতে সবাই বুজতে পারে।
এখন যদি মাথায় না ঢুকে তাহলে ঘাবড়ানোর দরকার নাই। এড পোস্ট করুন
৫৯ দিনের দিন আমার সাথে যোগাযোগ করবেন .২০$ নিয়া . আমিই আপনাকে সব করে দেব । কোন চিন্তা করবেন না ।
যদি আপানার ৫ টা আইডি থাকে তাহলে ৫*১৬০= ৮০০ ডলার
যদি আপানার ১০ টা আইডি থাকে তাহলে ১০*১৬০= ১৬০০ ডলার (কোন রেফার ছাড়া) (১ টার বেশি আইডি খুলার জন্য কিছু নিরদেশনা আছে)
১ ডলার= ৮৬ টাকা (আজকের রেট)
১৬০০*৮৪= ১৩৪৪০০ টাকা আপনার ৯০ দিনের ইনকাম ।
*** কিন্তু শর্ত একটাই । প্রতিদিন এড পোস্ট করতে হবে। ১ দিন মিস মানে ১-২ ডলার লস। সুতরাং মাথায় রাখবেন *****
তো বুজতেই পারছেন সাইট টা কেমন ।
জয়েন করতেঃ http://mababa1020.zeekrewards.com/আশা করি এর চেয়ে সহজ ভাবে আর বুঝানো সম্ভব না। ধন্যবাদ। Help Line1718786208 (Chanchal Babu) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।