আমাদের কথা খুঁজে নিন

   

চিঠিঃ সহস্র মাইল দূর থেকে চন্দ্রাহত প্রেমিক !!!!

ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! প্রিয় স্বপ্নময়ী , সীমানার প্রাচীরে দাড়িয়ে অরক্ষিত বুক পকেটের কিছু ম্লাণ স্মৃতি তোমায় হাজার বার আমার সামনে নিয়ে আসে ! গুনে গুণে তিরিশ টি অলস বিকেল পার করে দিয়েছি তোমার স্পর্শ ছাড়াই ! জানি তুমি ও বিকেল গুলো কাটিয়েছ বেলী ফুল খোপায় না গুজেই ! দূরে থেকেও আমি আছি তোমাতেই ..........জানিয়ে দিতে মেঘমালাকে বলে দিলাম আমার সব কথা .... বৃষ্টি ফোটা গায়ে মেখে নিও !!! সেদিন পূর্নিমা ছিল ! রাত টা কেমন জানি জেগেই ছিল ! আমিও জেগেই ছিলাম !জোছনার প্লাবনে আমি তোমার ঘ্রাণ পেয়েছিলাম ! জেগে থাকা রাত সাথে জোছনার সাথী তারার দল মিলে আমাকে নিয়ে এলো তোমার দুয়ারে ! একি তুমি দেখি সেজে আছো জোছনা সাজে ! তোমার চোখজুড়ে সমস্ত নিশিক্লান্তি ! তাতেই আমার সমস্ত ভ্রমণ ক্লান্তি নিমিষেই ম্নান ! ঝুল বারান্দার বোকা ফুলগুলো জোছনায় মেতেছে তোমার দীঘল চুলের সাথে পাল্লা দিয়ে ! মুহূর্তে মাতাল আমি তোমার প্রেমে পড়ে যাই সেই প্রথম দিনের মত --- সহস্র মাইল দূর থেকে আমি এক চন্দ্রাহত প্রেমিক ! জানো গত রাতে এখানে ঝুম বৃষ্টি নেমেছিল ! মনে পড়ে গেল অলস বিকেল গুলোর কথা ,বৃষ্টি ফোটা তোমার চুল বেয়ে গড়িয়ে পড়ে আর আমি নির্বাক, শব্দ হীন !! বারবার তোমায় হারিয়ে যাওয়াতেই আমার সমস্ত ক্লান্তির অবসান ! জানি তোমার আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা , মেঘের দল বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার প্রিয় ঝুল বারান্দায় !! তুমিহীনা রাতগুলো বড্ড দীর্ঘ মনে হয় ! তাই তোমাকে খুঁজে ফিরি জোছনার ছায়ায় , বৃষ্টিধোয়া আকাশে তোমার প্রতিচ্ছবি ভেসে উঠে মুহুর্তে ! তোমার ঘুম ভাঙ্গুক পাখিদের গান শুনে , অলস দুপুর কাটুক স্নিগ্ধতায় , বিকেলের ছাদ হোক রংধনুয় রাঙ্গা , রাত্রি কাটুক জোছনা স্নানে ! আমি আছি তোমার বারান্দার ঘাসফুলে , মেঘমালার ধোঁয়াশাতে , পাখিদের সুরে , চাঁদের বুড়ির ঠিক বা পাশটায় ! তোমাতেই আমি , আমাতেই তুমি ! তোমার স্বপ্নবাজ ! উৎসর্গঃ ব্লগার শ্রাবণ জল আপু !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.