আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমা রিভিউ: রঞ্জনা আমি আর আসবো না

ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে... কলকাতার বাংলা সিনেমা আমি খুব বেশি একটা দেখি না। তবে এটা দেখে ফেললাম এক নিঃশ্বাসে; সিনেমার নামটাও বেশ আকর্ষণ করেছে, হাজার হোক অঞ্জনদত্তের গানের কথা কিনা। শুরুতেই অবনী দা' (অঞ্জন দত্ত, সিনেমার মূল চরিত্র) এর স্টেজ শো। বুড়ো অবনীদা বুড়োদের একটা ব্যান্ড দলের মাঝে এসে দৌড়-ঝাঁপ করে গান শুরু করলেন "রঞ্জনা আমি আর আসবো না"- যা কিনা সিনেমাটা দেখার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিল। গানের মাঝামাঝি এসে অবনী দা' অজ্ঞান হয়ে পড়ে গেলেন।

তারপর হাসপাতাল। জ্ঞান ফেরার পর ডাক্তারের কড়া নিষেধ- কোনভাবেই মদ খাওয়া চলবে না, স্টেজ শো করা চলবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে শোনে কার কথা, একটু সুস্থ হয়েই তাই আবার নেশা, গান, কনসার্ট চলতেই থাকে। এখানে অঞ্জন দত্তের চরিত্রটি একজন অসৎ চরিত্রের কিন্তু বিখ্যাত শিল্পীর। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী মারা গেছেন রোড এক্সিডেন্টে; মদ্যপ অবস্থায় তিনি সেই গাড়ি চালাচ্ছিলেন বলে স্ত্রীর মারা যাবার জন্য নিজেই দায়ী করেন।

তার স্ত্রীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেন কবির সুমন, সিনেমায় স্ট্যানলি বোস। তিনিও এখানে শিল্পী কিন্তু বোন মারা যাবার পর তিনি গান গাওয়া ছেড়ে দিয়েছেন। অবনী দা' প্রচন্ড পরিমাণে নেশা করেন এবং মাঝেমাঝে উঠতি গায়িকাদের রেকর্ডিং এর নাম করে বাসায় নিয়ে এসে মজা টজা করে ছেড়ে দেন। কলকাতার বাইরে একটা কনসার্ট করতে গিয়ে এরকমই এক উঠতি গায়িকা "রঞ্জনা"র সাথে তার কথা হয়, রেকর্ডিং এর জন্য বাসায় আসতে বলে। মা-বাবা মারা যাওয়ার পরে মাসীর বাসায় বড় হওয়া রঞ্জনা নিজে গান লেখে, সুর করে, গায়।

প্রিয় শিল্পীর এরকম আমন্ত্রণে সে একদিন চলে আসে অবনী দা'র বাড়িতে। রঞ্জনাকে একটা ঘরে থাকতে দেয়া হলো। রঞ্জনার সাথেও অবনী দা' শুতে চেয়েছিল কিন্তু হয়ে ওঠে নি শেষ পর্যন্ত। রঞ্জনা রাগ করে বাড়ি ছেড়ে চলেও যায়। পরে গানের খাতা ফেলা আসায় আবার ফিরে আসে।

এসেই দেখে অবনী দা'র পরিবর্তন। রঞ্জনার একটা গানে সুর করে ফেলেন তিনি। রঞ্জনাকে গান শেখাতে শুরু করেন। গান বোঝাতে শুরু করেন। লিখে ফেললেই যে গান হয় না কিংবা সাধারণ মানুষের জন্য জীবন মুখী গান লেখার জন্য সাধারণ কথার মালা দিয়ে সুর করতে হবে ইত্যাদি ইত্যাদি অনুভব করতে শেখান।

তার পাশাপাশি স্ট্যানলি বোসও আসেন ভূমিকায়। কেবল ‘প্রেম’-এর গানের বদলে আসে ‘গড়িয়াহাটার মোড় মিনি মিনি বাস বাস’-এরা। শেখে আগামীর রঞ্জনারা। শেখায় অবনী সেনেরা। নতুন শিশুর জন্য গিটার রেখে চলে যান স্ট্যানলি বোসেরা।

ধীরে ধীরে মহিলা বাংলা রকষ্টার হয়ে ওঠে রঞ্জনা; তার অ্যালবাম বের হয়। আর না ফেরার জগতে চলে যান অবনীদা। হাসপাতালে মৃত্যুপথযাত্রী অবনীদাকে রঞ্জনা দেখতে গেলে অবনীদা' বলেন "রঞ্জনা, আমি আর আসবো না। " সিনেমার সংগীত করেছেন অঞ্জনপুত্র নীল দত্ত। নীল দত্ত আর সোমলতার জুটি বেশ কিছু ভাল ভাল গান উপহার দিয়েছে।

এর মধ্যে রবীন্দ্রনাথের "জাগরণে যায় বিভাবরী" গানটা প্রশংসার দাবী রাখে। পাশাপাশী অঞ্জন দত্তের "তুমি আসবে বলে তাই" গানটার রক ভার্সনও বেশ ভাল লেগেছে। টরেন্ট ডাউনলোড লিংক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.