আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
কালকেই বসে বন্ধুরা আলোচনা করছিলাম একজন বললো সরকার ভারতীয় সিনেমা আনার অনুমতি দিবে আমি বললাম না এটা অসম্ভব সরকার এত বোধাই না। ভারতীয় সিনেমা আনার অনুমতি দিলে বাঙলা সিনেমার কবর হয়ে যাবে । সুতরাং কোনভাবেই অনুমতি দেয়া যাবেনা। সবাই একটা কথা মনে রাখবেন
খারাপ হোক অশ্নীল হোক লো ক্লাস হোক এটা আমাদের সংষ্কীতি আমাদের নিজস্ব সম্পদ যেমন আমার মা আমার বাবা চোর হোক বাটপার হোক তারা আমাদেরই মা বাবা যতই খারপ হোক আজ হোক কাল হোক আমাদের সিনেমা মাথা উচু করে দাড়াবে কিন্তু হিন্দি সিনেমা আসলে আর কখনো দাড়াতে পারবেনা। কেউ্ হয়তো বলবেন আসলে প্রতিযোগিতা বাড়বে তাদেরকে বলবো বাস্তবে আসুন আমাদের সিনেমার এত শক্তি নাই যে হিন্দির সাথে লড়বে
আজকে লেখাজোকা শামীম ভাইয়ের লেখা পড়ে আমি পুরাই হতাশ সরকার অনুমতি দিয়ে দিয়েছে ভারতীয় সিনেমা আনার আর বাংলা সিনেমার কবর হয়ে গেছে।
ইতিমধ্যে নাকি মাই নেম ইজ খান,থ্রী ইডিয়টস অন্তুহীন এ্ইসব সিনেমা প্রসেসিং এ আছে খুব তাড়াতাড়ি আসবে। এখন আমরা দল বেধে হিন্দি সিনেমা দেখতে যাবো হিন্দিতে কথা বলবো গ্রালফ্রেন্ডকে শাহরুখ খানের নতুন সিনেমা দেখানোর প্রমিজ করবো আরও কত কি হবে। নিজস্ব সত্তা আমরা হারিয়ে ফেলবো এটা নিশ্চিত। মাঝে মাঝে পুরা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাস করতে ইচ্ছা করে নিজের সত্তা হারাতে কি একটু ও লজ্জা লাগেনা। ?আমার এই ভাবনাগুলোর কোন দাম নাই জানি সরকার অনুমতি দিয়ে দিয়েছে কিছুই করার না্ই তবে সরকার নিদির্ষ্ট করে দিলে পারতো যে প্রতি বছর ১০ টার উপরে সিনেমা আনা যাবেনা।
কিন্তু অনুমতি যেহেতু দিয়ে দিয়েছে এখন থেকে টিভিতে যখন কোন সিনেমা কত টাকা কোথায় হতে আয় করলো তা দেখাবে তখন বাংলাদেশের নামও আসবে মনে হয়।
আমি জীবনে খুব কম বার চরম প্রতিবাদ করছি বলে লিখেছি আমি এই সিদ্ধান্তের আমি চরম প্রতিবাদ জানাচ্ছি কারন এই সিদ্ধান্ত আমাদের নিজস্ব সংষ্কৃতিকে শেষ করে দিবে।
আমাদের নেতাগুলোর মাঝে নুন্যতম দেশপ্রমে নাই কেন ??এরা বাংলা দিয়ে বিশ্বজয়ের চিন্তা করতে পারে না কেন???বহু দিন পর মনডা খারাপ হলো>>>>>>>>>>>>
একটা গান শুনেছিলাম আমার আমি নাইরে আমার আমি নাই আমরা আর আমাদের মাঝে নাই কেউ ভারতিয় কেউ পাকিস্তানি কেউ আরব দেশের আমরা আমাদের মাঝে নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।